SSC GD Constable Practice Set 36: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

কথামতো আজকেও আমরা আপনাদের জন্য SSC GD Constable Practice Set 36 নিজে চলেছে এলাম। এই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলি দেয়া হয়েছে তা প্রচুর এনালিসিস করার পর সিলেক্ট করা হয়। এই ফ্রী প্র্যাকটিস সেট গুলি আপনার পরীক্ষার জন্য বিশেষ উপযোগী প্রমাণিত হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন SSC GD practice set দেখে নিন। 

(১). চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন__

(i) অজাত শত্রু (ii) বিন্দুসার (iii) হর্স (iv) অশোক    

(2). নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের এবং কৌটিল্যr হাতে নন্দদের পতন স্পষ্ট ভাবে অঙ্কিত হয়েছে?

(i) দেবী চন্দ্রগুপ্ত (ii) মৃচ্ছকটিক (iii) মুদ্রারাক্ষস  (iv) মত্তবিলাস    

(3). কোন মৌর্য শাসক তার আদেশলিপিগুলিতে “প্রিয়দসি” নামের ব্যবহার করতেন? 

(i) অশোক (ii) বিম্বিসার (iii) বৃহদ্রথ (iv) চন্দ্রগুপ্ত মৌর্য 

(4). চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কে?

(i) সুয়ান জাং(হিউয়েন সাং) (ii)ফাসিয়ান (ফা হিয়েন) (iii) স্ট্রাবো (iv) মেগাস্থিনিস  

(5). রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত?

(i) ৩০০০ মি (ii) ২২৪৭ মি (iii) ২০০০ মি (iv) ৮৮৪৮মি 

(6). ফারাক্কা পরিকল্পনার উদ্দেশ্য কি?

(i) কলকাতা বন্দরকে রক্ষা করো (ii) পশ্চিমবঙ্গের আরও বেশি অঞ্চল কে সেচের আয়তায় আনা (iii) বন্যা নিয়ন্ত্রণ (iv) বিদ্যুৎ উৎপাদন 

(7). ভৌত পরিবর্তন কোনটি?

(i) সালোকসংশ্লেষ (ii) তেজস্ক্রিয় ক্ষয় (iii) লোহার মরিচাদ পড়া (iv) সুচের চুম্বকিতকরণ      

(8). ওয়াটার গ্যাসটি কোনটি?

(i) কার্বন-ডাই-অক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ  (ii) কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ (iii) কার্বন-ডাই-অক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ (iv) কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ   

(9). ওয়াল্ড  ডেভেলপমেন্ট রিপোর্ট ২০০০-২০০১ এর মূল বিষয়বস্তু কি?

(i) উন্নয়নের জ্ঞান (ii) এক বিংশ শতাব্দীতে প্রবেশ (iii) দারিদ্রোর বিরুদ্ধে লড়াই (iv) পরিবেশ এবং উন্নয়ন  

(10). আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা ভারতকে কেন ঋণ দেওয়া হয়েছিল?

(i) কৃষি উৎপাদন বাড়ানো .(ii) বৈদেশিক লেনদেন মেটানো (iii) প্রযুক্তিগত উন্নতি (iv) কেন্দ্রিয়  বাজেটে ঘাটতি কমানো 

Ans: (1) বিন্দুসার (2) মুদ্রারাক্ষস (3) অশোক (4) মেগাস্থিনিস (5) ২২৪৭ মি (6) কলকাতা বন্দরকে রক্ষা করো (7) সুচের চুম্বকিতকরণ (8)কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ (9) দারিদ্রোর বিরুদ্ধে  লড়াই (10) বৈদেশিক লেনদেন মেটানো। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button