PSC Clerkship Practice Set 28: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনার নিশ্চয়ই PSC Clerkship এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন! যারা শুরু করে দিয়েছেন কেবলমাত্র তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের আয়োজন করে চলেছি। যে প্র্যাক্টিস সেট গুলি থেকে PSC Clerkship 2024 পরীক্ষার প্রচুর প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যদি নিয়মিত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলিতে অংশগ্রহণ করতে পারেন, আগতো চাকরির পরীক্ষায় আপনার ভালো ফলাফল কেউ আটকাতে পারবেনা। 

(১). রাওলাট আইন কত সালে প্রবর্তিত হয়?

(i) ১৯১৯ (ii) ১৯১৪ (iii) ১৯২০ (iv) ১৯২০

(2). এদের মধ্যে কে স্বরাজ্য দলের নেতা ছিলেন না?

(i) মতিলাল নেহেরু (ii) চিত্তরঞ্জন দাস (iii) চক্রবর্তী রাজা গোপালাচারী (iv) লালা লাজপৎ রায় 

(3). “India national conference”এর “pro-agonist” ছিলেন কে?

(i) দ্বারকানাথ ঠাকুর (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iii) যতীন্দ্রনাথ ব্যানার্জি (iv) দাদাভাই নৌরোজী     

(4). কোনটি সঠিক বলুন?

(i) জয়প্রকাশ নারায়ণ – উত্তরপ্রদেশ (ii) ওয়াই ভি চহবন – সাতারা (মহারাষ্ট্র) (iii) সতীশ চন্দ্র সামন্ত- উড়িষ্যা (iv) চিতু পান্ডে- বিহার          

(5). ধারওয়ার যুগের নিস ও গ্রানাইট কোথায় পাওয়া যায়?

(i) ডেকান মালভূমি (ii) শিবালিক পর্বতমালায়  (iii) কিরথার পর্বতমালায় (iv) ছোটনাগপুরের মালভূমিতে       

(6). আয়তন অনুসারে, ভারত পৃথিবীতে কত তম স্থাণ অধিকার করে? 

(i) সপ্তম (ii) পঞ্চম (iii) দ্বাদশ (iv) দশম   

(7). কোন জিনিস বাহ্যিক চৌম্বকক্ষের প্রভাব থেকে যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়?

(i) রবারের আচ্ছাদন (ii) কাচের আচ্ছাদন (iii) কাঁচা লোহার আচ্ছাদন (iv) পেতলের আচ্ছাদন    

(8). অভ্যন্তরীণ রোধ সর্বোচ্চ কোন যন্ত্রের?

(i) অ্যামমিটার (ii) গ্যালভানোমিটার (iii) মিলি অ্যামমিটার (iv) ভোল্টমিটার 

(9). ৯০ এর দশকে অর্থনৈতিক বৃদ্ধির হার কি ছিল?

(i) সেকেন্ডারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল (ii) প্রাইমারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল (iii) টারশিয়ারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল (iv) তিনটি ক্ষেত্রেই সমান ছিল 

(10). ৯০ এর দশকের কোন সময় থেকে ভারতের শিল্প ক্ষেত্রে মন্দা শুরু হয়েছিল?

(i) ১৯৯৫ – ৯৬ (ii) ১৯৯৬ – ৯৭ (iii) ১৯৯৮ – ৯৯  (iv) ১৯৯৪ – ৯৫. 

Ans: (1) ১৯১৯ (2) লালা লাজপৎ রায় (3) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (4) ওয়াই ভি চহবন – সাতারা  (মহারাষ্ট্র) (5) ছোটনাগপুরের মালভূমিতে (6) সপ্তম (7) কাঁচা লোহার আচ্ছাদন (8) ভোল্টমিটার (9) টারশিয়ারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল (10) ১৯৯৮ – ৯৯।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button