WBPSC Food SI Practice Set 97, দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করুন

WBPSC Food SI Practice Set 97, দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করুন

wbexamguide.com ওয়েবসাইটে প্রতিদিন স্পেশাল WBPSC Food SI Practice Set আপলোড করা হয়। আপনারা যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কতৃক পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। কারণ, এই প্র্যাকটিস সেট গুলিতে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, তা অত্যন্ত এনালাইসিস করার পরই দেওয়া হচ্ছে। এই প্র্যাক্টিস সেট গুলি অংশগ্রহণ করলে আপনারা আগত চাকরির পরীক্ষায় প্রচুর কমন পাবেন। 

(১). দিল্লি সুলতানি যুগে হিন্দুস্তানের তোতা পাখি বলা হত কাকে?

(i) উৎবি (ii) জিয়াসউদ্দিন বরনী (iii) আমির খসরু (iv) আলবিরুনী   

(2). ইকতা প্রবর্তন করেন কে?

(i) কুতুবউদ্দিন আইবক (ii) মোহাম্মদ ঘোরী (iii) গিয়াসউদ্দিন বলবন (iv) ইলতুৎমিস      

(3). ইখয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন কবে?

(i) 1199 খ্রিষ্টাব্দ (ii) 1194 খ্রিষ্টাব্দ (iii) 1206 খ্রিষ্টাব্দ (iv) 1202 খ্রিষ্টাব্দ            

(4). তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরী  এবং কার সঙ্গে হয়েছিল?

(i) রানাপ্রতাপ (ii) রানা সঙ্গ (iii) রানা হাম্মিরদেব (iv) পৃথ্বীরাজ চৌহান   

(5). পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম কি?

(i) সুবর্ণরেখা (ii) রূপনারায়ণ (iii) কয়না (iv) দামোদর 

(6). পশ্চিমবঙ্গে কোথায় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক অবস্থিত?  

(i) আলিপুরদুয়ার (ii) দার্জিলিং (iii) উত্তর দিনাজপুর (iv) কোচবিহার    

(7). ১৭৫৫ খ্রিস্টাব্দ একজন বিজ্ঞানী পরীক্ষাধরা প্রমাণ করেন যে বাড়িতে দুই প্রকার বায়বীয় পদার্থ থাকে, বিজ্ঞানীর নাম কি?

(i) লেভেশিয়ার (ii) প্রিস্টলে (iii) ডেভি (iv) ডারউইন 

(8). __ ধাতু সর্বকৃষ্টতাপ ও বিদ্যুৎ পরিবাহী.

(i) তামা (ii) সোডিয়াম (iii) পটাশিয়াম (iv) রুপা             

(9). ভারতের রিজার্ভ ব্যাংক ৫০ বেসিস  পয়েন্ট রেট বাড়িয়েছে 

(i) শুধু ২ (ii) শুধু ১ (iii) শুধু ৩ (iv) সবকটিই  ঠিক 

(10). ভারতীয় রিজার্ভ ব্যাংক নিন্মুক্ত হার গুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না?

(i) এস এল আর (ii) সি আর আর (iii) প্রাইম লেন্ডিং রেট (iv) রেপো রেট   

Ans: (1) আমির খসরু (2) ইলতুৎমিস  (3)  1202 খ্রিষ্টাব্দ (4) পৃথ্বীরাজ চৌহান (5) দামোদর (6) দার্জিলিং (7) প্রিস্টলে (8) রুপা (9) সবকটিই  ঠিক (10) প্রাইম লেন্ডিং রেট। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button