PSC Clerkship Practice Set 25: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship 2024 পরীক্ষার 25 তম Practice Set নিয়ে চলে এলাম। আপনার যারা ইতিমধ্যেই PSC Clerkship এর 24তম প্র্যাক্টিস সেট দেখে ফেলেছেন, তাদেরকে এই নতুন প্রাকটিস সেটেটিতে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা দ্রুত এই নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(১). সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 

(i) ১৯১১ (ii) ১৯০৬ (iii) ১৯২০ (iv) ১৯১৬       

(2). দ্বি-জাতি তত্ত্বের জনক __ ছিলেন?

(i) এম ও জিন্না (ii) স্যার সৈয়দ আহমেদ খান (iii) ফজলুল হক (iv) মহ: ইকবাল   

(3). লখনৌ চুক্তি __ সালে স্বাক্ষরিত হয়।

(i) ১৯১৪ (ii) ১৯১৬ (iii) ১৯২০ (iv) ১৯০৮    

(4). মুসলিম লীগ কোন সালে অন্তর্বর্তী সরকারের যোগদান করে?

(i) নভেম্বর 1946 (ii) অক্টোবর 1946 (iii) জানুয়ারি 1947 (iv) ডিসেম্বর 1946     

(5). স্থানীয় সময় নেই কোথায়?

(i) উত্তর ও দক্ষিণ মেরুতে (ii) লন্ডনে (iii) পৃথিবীর চৌম্বক মেরু বিন্দুতে (iv) আন্তর্জাতিক তারিখ রেখাতে      

(6). বালিয়াড়ি যুক্ত মরুভূমির নাম কোনটি?

(i) আর্গ (ii) রেগ (iii) খোয়াই(ব্যাডল্যান্ড) (iv) হামাদা

(7). অপটিক্যাল ফাইবার কার্যনীতি হলো 

(i) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন  (ii) প্রতিসরণ (iii) প্রতিফলন (iv) বিক্ষেপ 

(8). কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য 

(i) অতিবেগুনি রশ্মির প্রয়োজন (ii) দুটি লেন্স  (iii) বৃহৎ জায়গার প্রয়োজন (iv) শুধুমাত্র মৃত জীব দেখার জন্য ব্যবহার 

(9). জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কত দিনের কাজের অধিকার দেওয়া হয়েছে?

(i) বছরে ২০০ দিন (ii) বছরে ৭০ দিন (iii) বছরে ৩০ দিন (iv) বছরে ১০০ দিন    

(10). ভারতের জাতীয় যোজনা কমিশন কি?

(i) কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর  (ii) একটি স্ট্যাটু টারি  সংস্থা (iii) রিজার্ভ ব্যাংকের একটি সাবসিডিয়ারি সংস্থা (iv) রাজ্য সরকারের একটি দপ্তর 

Ans: (1) ১৯০৬ (2) স্যার সৈয়দ আহমেদ খান (3) ১৯১৬ (4) অক্টোবর1946 (5) পৃথিবীর চৌম্বক মেরু বিন্দুতে (6) আর্গ (7) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (8) দুটি লেন্স (9) বছরে ১০০ দিন (10) কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button