WBPSC Food SI 2023 Practice Set 2 | ফুড এসআই প্রাকটিস সেট

আপনারা যারা WBPSC Food SI 2023 এর প্রস্তুতি নিচ্ছেন, কেবলমাত্র তাঁদের জন্য আমাদের টিমের তরফ থেকে খুব বাছাই করা প্রশ্নের মাধ্যমে wbpsc food si practice set ২ তৈরী করা হল। আপনাদের প্রস্তুতি আরো নিপুন ও যথার্থ করার জন্য এটা আমাদের স্বল্প প্রয়াস। এবার থেকে প্রতি দিন 2 টো করে প্রাকটিস সেট পাবেন আপনারা। আপনারা প্রতিনিয়ত এমন ভাবেই প্রস্তুতি নিয়ে সাফল্যের দিকে এগিয়ে যান। আপনাদের জন্য আমাদের টিমের তরফ থেকে শুভকামনা রইলো। All the best

নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

(১) প্রথম (২) দ্বিতীয় (৩) তৃতীয় (৪) কোনোটিই নয়.

Ans: দ্বিতীয় সূত্র

ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন ধরণের?

(১) মিশ্র অর্থনীতি (২) মুক্ত অর্থনীতি (৩) গান্ধীবাদী অর্থনীতি (৪) সমাজতান্ত্রিক অর্থনীতি

Ans: মিশ্র অর্থনীতি

SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?

(১) ডাইন (২) নিউটন (৩) ওয়াট (৪) আর্গ

Ans: নিউটন

এনজাইম হচ্ছে —

(১) কার্বোহাইড্রেটধর্মী (২) প্রোটিনধর্মী (৩) লিপিডধর্মী (৪) ষ্টেরয়েডধর্মী

Ans: প্রোটিনধর্মী

থেয়াম কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য?

(১) কেরালা (২) মিজোরাম (৩) আসাম (৪) সিকিম

Ans: কেরালা

হান্টার কমিশন কে গঠন করেছিলেন?

(১) লর্ড ওয়েলিংট (২) লর্ড কার্জন (৩) লর্ড অকল্যান্ড (৪) লর্ড রিপন

Ans: লর্ড রিপন

পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

(১) লোকসভায় অধ্যক্ষ (২) প্রধানমন্ত্রী (৩) রাষ্ট্রপতি (৪) অর্থমন্ত্রী

Ans: রাষ্ট্রপতি

কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?

(১) বিটা (২) গামা (৩) এক্স রশ্মি (৪) আলফা

Ans: এক্স রশ্মি

মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(১) বাল গঙ্গাধর তিলক (২) লালা হরদয়াল (৩) অ্যানি বেসান্ত (৪) লালা লাজপত রায়

Ans: বাল গঙ্গাধর তিলক

বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?

(১) জেকোবাবাদ (২) আবুধাবি (৩) ইসলামাবাদ (৪) নিউ দিল্লি

Ans: জেকোবাবাদ

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button