Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 30: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 30: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 30: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 30: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

কথা মতো আজকেও আমরা WBPSC Food Sub-Inspector পরীক্ষার প্রাকটিস সেট নিয়ে চলেছে এলাম। আজকে আমাদের এই সিজেনের 30 তম প্র্যাকটিস সেট। এখন থেকে প্রতিদিন নিয়ম করে এই প্র্যাক্টিস সেটি গুলিকে আমাদের ওয়েবসাইটে “wbexamguide.com” আপলোড করা হবে। আপনারা সেল্ফ স্টাডি করার সাথে সাথে প্রতিদিন এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে, নিজের পরীক্ষার প্রস্তুতি আরো নিখুঁত করুন। 

(1). ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

(i) সাঁচি (ii) ভারহুত (iii) সারনাথ (iv) বুদ্ধগয়া 

(2). মৌর্য শাসক যিনি তার আদেশলিপিতে ‘পিয়দসী’ নামের ব্যবহার করতেন, তিনি 

(i) অশোক (ii) বিম্বিসার (iii) বৃহদ্রথ (iv) চন্দ্রগুপ্ত মৌর্য

(3). ‘দাম’ কি?

(i) আকবর প্রচলিত তামার মুদ্রা (ii) শেরশাহ পরিচালিত তামার মুদ্রা (iii) ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা (iv) শাহজাহান প্রচলিত তামাম মুদ্রা

(4). জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত?

(i) দিল্লি (ii) আগ্রা (iii) শ্রীনগর (iv) লাহোর 

(5). হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়?  

(i) স্বামী বিবেকানন্দ (ii) দয়ানন্দ সরস্বতী (iii) রাজা রামমোহন রায় (iv) লালা হংসরাজ

(6). আকালি আন্দোলন কবে শুরু হয়?

(i) ১৯১১ (ii) ১৯০১ (iii) ১৯৩১ (iv) ১৯২১

(7). “স্বরাজ আমার জন্মগত অধিকার” কে বলেছিলেন?

(i) স্বামী বিবেকানন্দ (ii) রামমোহন রায় (iii) বাল গঙ্গাধর তিলক (iv) অরবিন্দ ঘোষ

(8). হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত?

(i) বরাকর (ii) বিতস্তা (iii) মহানদী (iv) কৃষ্ণা

(9). দক্ষিণ ভারতের জনজাতি হলো ___

(i) প্রোটো অস্ট্রলয়েডস (ii) নেগ্রীটোস (iii) ককেশয়েদস (iv) মঙ্গলয়েড 

(10). ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়?

(i) 1985 (ii) 1991 (iii) 1980 (iv) 1995

Ans: (1). সারনাথ, (2) অশোক, (3) আকবর প্রচলিত তামার মুদ্রা, (4) লাহোর, (5) দয়ানন্দ সরস্বতী, (6) রাজা রামমোহন রায়, (7) বাল গঙ্গাধর তিলক, (8) মহানদী, (9) প্রোটো অস্ট্রলয়েডস, (10) 1991.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here