12ই অক্টোবর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স, দ্রুত চোখ বুলিয়ে নিন

প্রতিদিনের ন্যায় আজও আমরা কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতিরত ছাত্র-ছাত্রীদের জন্য daily current affairs নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 11ই অক্টোবর 2023 এ ঘটে যাওয়া বিশ্বের গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে কভার করতে চলেছি। যে টপিক গুলো আপনার পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ সাহায্য করতে চলেছে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নেওয়া যাক। 

ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি ডেডিকেটেড অ্যাপ ও পোর্টাল চালু করেছে?

(i) হিমাচল প্রদেশ (ii) উত্তরাখন্ড (iii) ওড়িশা (iv) কর্ণাটক

Ans. উত্তরাখন্ড

সম্প্রতি কোন রাজ্যের ‘খামতি চাল’ রেসিপিটি GI Tag পেলো?

(i) রাজস্থান (ii) অরুণাচল প্রদেশ (iii) হরিয়ান (iv) তামিলনাড়ু

Ans. অরুণাচল প্রদেশ

গাড়ি উৎপাদনকারী সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া কোন ব্যাংকের সঙ্গে ডিলার সম্পর্কিত আর্থিক সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করল?

(i) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ii) অ্যাক্সিস ব্যাঙ্ক (iii) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (iv) idbi bank 

Ans. idbi bank

সম্প্রতিক কোন দেশে গান্ধী মিউজিয়াম চালু হলো? 

(i) রাশিয়া (ii) সৌদি আরব (iii) উত্তর আমেরিকা (iv) দক্ষিণ আমেরিকা 

Ans. উত্তর আমেরিকা

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড গড়লো কোন দেশ?

(i) অস্ট্রেলিয়া (ii) ভারত (iii) শ্রীলংকা (iv) পাকিস্তান

Ans. পাকিস্তান 

ভারত তামিলনাড়ুর নাগাপাট্টিয়াম থেকে কোন দেশের যাওয়ার ফেরি পরিষেবা শুরু করতে চলেছে?

(১) মায়ানমার (২) বাংলাদেশ (৩) পাকিস্তান (৪) শ্রীলংকা

Ans. শ্রীলংকা

ভারতের কোন রাজ্য সরকার ‘রোজগার প্রয়াগ পোর্টাল’ পরিষেবা চালু করতে চলেছে?

(১) উত্তরাখন্ড (২) হিমাচল প্রদেশ (৩) ওড়িশা (৪) কর্ণাটক

Ans. উত্তরাখন্ড

ভারত কোন দেশের সঙ্গে গ্রীন হাইড্রোজেন সরবরাহের জন্য MOU চুক্তি স্বাক্ষর করল?

(i) সৌদি আরব (ii) অস্ট্রেলিয়া (iii) ইংল্যান্ড (iv) দক্ষিণ আফ্রিকা

Ans. সৌদি আরব

সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কোন রাজ্যে উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ঘোষণা করল?

(১) উত্তর প্রদেশ (২) তেলেঙ্গানা (৩) বিহার (৪) ঝাড়খন্ড 

Ans. তেলেঙ্গানা

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button