8ই অক্টোবর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | 8th October 2023 Current Affairs In Bengali PDF

8ই অক্টোবরে ঘটে যাওয়া বিশেষ কারেন্ট অ্যাফেয়ার সেশন নিয়ে উপস্থিত হলাম। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে, এই Daily Current Affairs আপনার জন্য বিশেষ উপযোগী হতে চলেছে। কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একাধিক প্রশ্ন আসে। সুতরাং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রস্তুত করে আপনি আপনার সাফল্যর পথে আরো একধাপ এগিয়ে যান। 

সম্প্রতি কোন রাজ্য ‘yak churpi’ GI ট্যাগ পেল?

(i) উত্তরাখান্ড (ii) হিমাচল প্রদেশ (iii) সিকিম (iv) অরুণাচল প্রদেশ 

Ans. অরুণাচল প্রদেশ

*** এশিয়ান গেমস ২০২৩ এ দুই ভারতীয় খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে কোন পদক জিতলো?

(i) রুপা (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের হকি দল কোন পদক জিতলো?

(i) রুপা (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত পুরুষদের কবাডি খেলায় কোন পদক পেলো?

(i) রুপা (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. সোনা

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত মহিলা কবাডি খেলায় কোন পদক পেলো?

(i) রুপা (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. সোনা

সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্য অনাথ শিশুদের জন্য ‘সুখ আশ্রয় যোজনা’ লঞ্চ করল?

(১) উত্তর প্রদেশ (২) হিমাচল প্রদেশ (৩) মহারাষ্ট্র (৪) তামিলনাড়ু

Ans. হিমাচল প্রদেশ

বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্যই প্রয়োজনীয় ইউরেনিয়াম কোন দেশ দিচ্ছে?

(১) আমেরিকা (২) রাশিয়া (৩) সুইডেন (৪) জাপান

Ans. রাশিয়া

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পুরুষ ক্রিকেট দল কোন পদের জিতল?

(i) রুপা (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. সোনা

PTI এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

(১) শনৎ কুমার (২) কে এন শান্ত কুমার (৩) রমেশ আইয়ার (৪) অর্জুন কাপুর

Ans. কে এন শান্ত কুমার

সম্প্রতি পরম বীর চক্রজয়ী কোন সেনা জম্মু-কাশ্মীরের ইনিশিয়েটিভ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেন?

(১) ক্যাপ্টন অমর শর্মা (২) ক্যাপ্টন অরূপ সিং (৩) ক্যাপ্টন বন সিং (৪) ক্যাপ্টন রাকেশ বর্মা

Ans. ক্যাপ্টন বন সিং

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button