4 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

4 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আমরা প্রতিদিনের ন্যায় আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন একটি সেশন নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা 4 December 2023 এ ঘটে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে আলোচনা করব। যে ইভেন্ট গুলি আগত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এই কারেন্ট এফেক্ট গুলি থেকে আপনি চাকরির পরীক্ষাগুলিতে প্রচুর কমন পাবেন।

কেননা প্রত্যেকটি চাকরির পরীক্ষায় অন্যান্য সাবজেক্ট গুলির সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোন চাকরির পরীক্ষা ক্রাক করা সম্ভব নয়। তাই প্রতিদিন নিয়মিত একটি কর্নার টাইমে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য এক থেকে দুই ঘন্টা করে সময় রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট গুলিকে দেখে নেওয়া যাক।

Today Current Affairs 3rd December 2023

সম্প্রতি হাতির দ্বারা যাতে কোনরকম রেলপথে দুর্ঘটনা না হয়, তার জন্য ভারতীয় রেলওয়ে কোন প্রযুক্তি চালু করল?

(i) গাজরাজ সুরক্ষা (ii) হাতি কবজ (iii) গজরাজ কবজ (iv) গজ সুরক্ষা

রেলপথে হাতির কারণে দুর্ঘটনার রোধ করার জন্য রেলওয়ের কর্তৃপক্ষ একটি অত্যাধুনিক প্রযুক্তি গজরাজ সুরক্ষা লঞ্চ করেছে। এর প্রধান উদ্দেশ্য হল ট্রেন দুর্ঘটনা যাতে আর কোন হাতি না মারা যায়। অত্যাধুনিক ai ভিত্তিক অ্যালগরিদম এবং সংবেদনশীল অপটিক্যাল ফাইবার তার এর মাধ্যমে এই নেটওয়ার্ক ব্যবহার করা হবে। এর ফলে রেলওয়েতে কোন হাতই থাকলে তা আগে থেকেই নিশ্চিত করা সম্ভব। সম্প্রতি এই প্রযুক্তি ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খন্ড, ছত্রিশগড়, কেরালার কিছু অংশে চালু করার পরিকল্পনা করা হয়েছে। 

সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হলো?

(i) মীনাক্ষী মন্দির (ii) কুতুব মিনার (iii) আঙ্কোর ওয়াট মন্দির (iv) পম্পেই

এই মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। বর্তমানে যাকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্দিরটির বয়স ৮০০ বছর। দ্বিতীয় সূর্য বর্মনের কালে এই মন্দির তৈরি করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম এই মন্দিরটি প্রায় ৫০০ একর জায়গা জুড়ে অবস্থিত। এই মন্দিরটি ইতিমধ্যেই ১৯৯২ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। 

সম্প্রতি BCCI ভারতীয় কোচ হিসেবে কার মেয়াদ পুনরায় বাড়ালো?

(i) রাহুল দ্রাবিড় (ii) ভিভিএস লক্ষণ (iii) গৌতম গম্ভীর (iv) আসিস নেহরা

BCCI এর বর্তমান মোট সদস্য পদ 41. সম্প্রতি বিসিসিআই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ পুনরায় বৃদ্ধি করলো। 2021 সালের রবি শাস্ত্রীর জায়গায় রাহুল দ্রাবিড়কে আনা হয়েছিল। BCCI ১৯২৮ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। সহ-সভাপতি রাজীব শুক্লা। BCCI এর সভাপতি রজার বিনি। CEO হেমাঙ্গ আমিন। সেক্রেটারি পদে রয়েছেন জয় শাহ। পুরুষ ও মহিলা দলের কোচ যথাক্রমে রাহুল দ্রাবিড় এবং অমল মজুমদার। 

সম্প্রতি কোন দল ১৩ তম সিনিয়র পুরুষ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতলো?

(i) পাঞ্জাব (ii) হরিয়ানা (iii) রাজস্থান (iv) উত্তর প্রদেশ

সম্প্রতি অনুষ্ঠিত ১৩ তম সিনিয়র পুরুষ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ পাঞ্জাব দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানাকে পেনাল্টি শুট আউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে। 

সম্প্রতি কোন হলিউড অভিনেতা সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কারে ভূষিত হলেন?

(i) মাইকেল ডগলাস (ii) স্টিফেন সাজবো (iii) কারলস সাওরা (iv) মার্টিন স্কোরশেষ

সম্প্রতি হলিউড অভিনেতা মাইকেল ডগলাস ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI)”সত্যজিৎ রায় লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড” পুরস্কারে ভূষিত হলেন। এই ৫৪ তম IFFI অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ভারতবর্ষের সবথেকে ছোট রাজ্য গোয়ায় অনুষ্ঠিত হয়েছে। 

রিসব শেঠি ৫৪ তম IFFI এ কোন সিনেমার জন্য বিশেষ জুড়ি পুরস্কারে সম্মানিত হলেন?

(i) কানতারা (ii) হাড়ি কাঁথি (iii) গৌরা গামানা বিশ্বভা বাহানা (iv) মিশন ইম্পসিবল

সম্প্রতি আফ্রিকা মহাদেশের কোন পুরুষ দল icc t20 বিশ্বকাপ 2024 এর জন্য যোগ্যতা অর্জন করল?

১) উগান্ডা (২) জিম্বাবুয়ে (৩) তানজানিয়া (৪) ঘানা

এই প্রথমবারের জন্য আফ্রিকা অঞ্চল থেকে কোন দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো। আফ্রিকার জোন বাছাই পর্বের শীর্ষ স্থান নিশ্চিত করেছে এই দল। নামিবিয়ার পর এই দ্বিতীয়বারের জন্য আফ্রিকা মহাদেশের কোন দেশ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল। 

সাম্প্রতিক কোন দেশ চীন এবং ভারতীয় নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভিসা প্রদান করছে?

(১) মালদ্বীপ (২) ভিয়েতনাম (৩) মালয়েশিয়া (৪) সিঙ্গাপুর

OpenAI এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে পুনঃনিযুক্ত করা হলো? 

(i) Meera Murati (ii) Brett Taylor (iii) Sam Altman (iv) Greg Brockman 

সম্প্রতি জম্মু-কাশ্মীরের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) মনোজ সিনহা (ii) অজয় কুমার ভাল্লা (iii) অটল দুল্লু (iv) সঞ্জীব সেহগাল 

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button