আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 24th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

24th October 2023 এর স্পেশাল ইভেন্ট গুলিকে এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হল। যেগুলো আপনার বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চাকরি পরীক্ষার জন্য খুব ভালো ভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি না নিলে চাকরির পরীক্ষাটিতে কোয়ালিফাই করতে সমস্যা হয়ে পড়বে। তাই সমস্ত প্রস্তুতির সাথে সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করুন। 

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ?

(i) ক্যানবেরা (ii) সিডনি (iii) কোপেনহেগেন (iv) ভিয়েনা

Ans. ভিয়েনা

উত্তর ভারতের প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ‘স্কিন ব্যাংক’ খোলা হল?

(i) হিমাচল প্রদেশ (ii) জম্মু-কাশ্মীর (iii) হরিয়ানা (iv) দিল্লি

Ans. দিল্লি

ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে বিশ্ব ভারতের স্থান কত?

(i) প্রথম (ii) দ্বিতীয় (iii) তৃতীয় (iv) চতুর্থ

Ans. প্রথম

নিচে উল্লেখিত কোন বিশ্ববিদ্যালয় হিন্দি কোর্স চালু করল?

(i) Edinburgh University (ii) Cambridge University (iii) Harvard University (iv) Columbia University  

Ans. Edinburgh University

‘Ringside’ শিরোনামে বইটির লেখক কে?

(i) বিমল জানা (ii) চেতন ভগত (iii) ডক্টর বিজয় দারদা (iv) অপরেশ বর্মা 

Ans. ডক্টর বিজয় দারদা

সম্প্রতি কোন রাজ্য তার অ্যারাকু ভ্যালি কফি এবং কালো মরিচের জন্য ‘ organic certification’ পেয়েছে?

(i) অন্ধ্রপ্রদেশ (ii) হিমাচল প্রদেশ (iii) উত্তরাখন্ড (iv) সিকিম

Ans. অন্ধ্রপ্রদেশ

‘Niti Aayog health index 2020-21’ এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্যে?

(১) তামিলনাড়ু (২) কেরালা (৩) কর্ণাটক (৪) ওড়িশা 

Ans. কেরালা

মধ্যপ্রদেশের প্রথম সোলার শহর কোনটি?

(১) ভোপাল (২) সাঁচি ৩) ইন্দোর (৪) জব্বলপুর

Ans. সাঁচি

নিন্মের কে সূরিনামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন?

(১) নরেন্দ্র মোদি (২) দ্রৌপদী মুর্মু (৩) মনমোহন সিং (৪) রামনাথ কোবিন্দ 

Ans. দ্রৌপদী মুর্মু

দেশের জলাভূমি ও ম্যানগ্রোভকে পুনরুজ্জীবিত করার জন্য ‘অমৃত ধরোহর’ এবং ‘মিষ্টি’ দুটি প্রকল্প কে চালু করলেন?

(১) রাজনাথ সিং (২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (৩) অমিত শাহ (৪) ভূপেন্দ্রর যাদব

Ans. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button