7ই অক্টোবর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | 7th October 2023 Current Affairs In Bengali PDF

আজ আমরা ৭ ই অক্টোবর ২০২৩ এর Daily Current Affairs নিয়ে উপস্থিত হলাম। সমস্ত চাকরিপ্রার্থী কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তারা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলিতে চোখ বুলিয়ে রাখুন। কারণ এটি কম্পিটিটিভ এক্সামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। সুতরাং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিনের দিন প্রস্তুত করে রাখাই বুদ্ধিমানের কাজ। 

২০২৩ সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পাচ্ছে?

(i) অ্যালিশ বিলিয়াৎস্কি (ii) নার্গিস মোহাম্মদি (iii)আব্দুররাজ্জাক গুর্ণাহ (iv) অ্যানি এরনাস্ক

Ans. নার্গিস মোহাম্মদি

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যের হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন?

(i) মধ্যপ্রদেশ (ii) উত্তর প্রদেশ (iii) বিহার (iv) আসাম 

Ans. মধ্যপ্রদেশ

সম্প্রতি কোন দেশ ” জি-টোয়েন্টি পার্লামেন্ট স্পিকার” সামিটের আয়োজন করতে চলেছে?

(১) ব্রাজিল (২) ফ্রান্স (৩) ভারত (৪) ইন্দোনেশিয়া

Ans. ইন্দোনেশিয়া

বিশ্ব তুলা দিবস পালন করা হয়__

(১) 2রা অক্টোবর (২) 5 অক্টোবর (৩) 8 অক্টোবর (৪) 7 অক্টোবর

Ans. 7 অক্টোবর

*** সম্প্রতি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ” স্পিনোজা পুরস্কারে” কে সম্মান পেলেন?

(১) রেখা সিনহা (২) ডক্টর জয়িতা গুপ্তা (৩) রিধিমা পান্ডে (৪) বন্দনা শিব

Ans. ডক্টর জয়িতা গুপ্তা

সম্প্রতি এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন __

(১) চিন্ (২) ভারত (৩) মালয়েশিয়া (৪) অস্ট্রেলিয়া

Ans. ভারত

সম্প্রতি ‘ ইন্ডিয়ান সেমিকোন্ডাক্টর মিশন’ এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?

(১) আদিত্য শর্মা (২) আকাশ ত্রিপাঠী (৩) রাহুল বরমা (৪) সুরেশ শর্মা

Ans. আকাশ ত্রিপাঠী

সম্প্রতি ‘ Tata literature lifetime achievement award’ পেয়েছেন আম্বাই ইনি। ইনি কোন ভাষার লেখিকা?  

(১) সংস্কৃত (২) হিন্দি (৩) তেলেগু (৪) তামিল

Ans. তামিল

সম্প্রতি জলবায়ু ও পরিবেশ প্রজেক্ট এর জন্য ভারত কোন দেশের সঙ্গে সম্মিলিতভাবে ৬০০ মিলিয়ন ডলারের ফান্ড রিলিজ করল?

(১) জাপান (২) চিন (৩) সুইডেন (৪) ইতালি

Ans. জাপান

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button