SSC GD Constable Practice Set 41: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 40 দেখে নিন। ইতিমধ্যেই আমরা আমাদের ওয়েবসাইটে 39টি SSC GD Constable প্র্যাকটিস সেট আপলোড করেছি। আপনারা যারা SSC GD Constable এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আজকের নতুন SSC GD Constable এর একদম নতুন 40 তম Practice Set টি দেখে নিন। 

(১). শকাব্দ গণনা শুরু হয়েছিল কোন বছর থেকে?

(i) 330 খ্রিস্টপূর্ব (ii) 273 খ্রিস্টপূর্ব (iii) 78 খ্রিস্টপূর্ব (iv) 58 খ্রিস্টপূর্ব  

(2). শকাব্দের প্রচলন করেছিলেন __

(i) বিন্দুসার (ii) বিম্বিসার (iii) কনিষ্ক (iv) অশোক        

(3). মথুরা শিল্পকলা কোন যুগে সব থেকে জনপ্রিয়তা অর্জন করেছিল?

(i) সাতবাহন যুগে (ii) শুঙ্গ যুগে (iii) কুষাণ যুগে (iv) শক যুগে      

(4). বুদ্ধচরিত রচনা করেছিলেন?

(i) অশ্বঘোষ (ii) নাগার্জুন (iii) বিশাখা দত্ত (iv) বসুমিত্র        

(5). পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত 

(i) বারেন্দ্রভূমি (ii) তরাই ও ডুয়ার্স (iii) বাগরি (iv) দিয়ারা     

(6). পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কি অবস্থিত? 

(i) বিহার ও ঝাড়খন্ড (ii) অসম ও বাংলাদেশ (iii) ওড়িশা ও ঝাড়খন্ড (iv) সিকিম ও ভুটান     

(7). একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ দ্বিক্ষারীয় অ্যাসিড যোগ করা হলে দ্রবণটির মাত্রা 0.1(N) হয়ে যায়?  

(i) 1gm (ii) 2gm (iii) 20gm (iv) 10gm        

(8). বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত __ থেকে লঘুকৃত.   

(i) হাইড্রোক্লোরিক অ্যাসিড (ii) অ্যাসিটিক অ্যাসিড    (iii) অ্যাকোয়া রিজিয়া(অম্লরাজ) (iv) অক্সালিক অ্যাসিড 

(9). অর্থ কমিশন কত বছর অন্তর রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়?

(i) প্রত্যেক তিন বছর অন্তর (ii) প্রত্যেক দুই বছর অন্তর (iii) প্রত্যেক চার বছর অন্তর (iv) প্রত্যেক পাঁচ বছর অন্তর 

(10). ভারতের টাকা সম্পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে?

(i) ক্যাপিটাল (Capital) অ্যাকাউন্ট (ii) কারেন্ট(Current) অ্যাকাউন্ট  (iii) ট্রেড(Trade) অ্যাকাউন্ট (iv) উপরের কোনোটিই নয়। 

Ans: (1) 78 খ্রিস্টপূর্ব (2) কনিষ্ক(3) কুষাণ যুগে (4) অশ্বঘোষ (5) তরাই ও ডুয়ার্স (6) অসম ও বাংলাদেশ (7) 1gm (8) হাইড্রোক্লোরিক অ্যাসিড(9) প্রত্যেক পাঁচ বছর অন্তর (10) কারেন্ট(Current) অ্যাকাউন্ট.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button