SSC GD Constable Practice Set 34: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 34 আপলোড করা হল। আমরা এই স্পেশাল প্রাকটিস সেট গুলি সম্পূর্ণ ফ্রীতে আপনাদের জন্য প্রভাইড করে চলেছি। যে প্র্যাক্টিস সেটগুলোকে নিয়মিত অংশগ্রহণ করা হলে, আপনাদের প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক ভালো। হাতে এখন সময় রয়েছে তাই সেলফ স্টাডির পাশাপাশি, প্রতিদিন একটি করে হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১). বুদ্ধ প্রথম কোথায় তার বাণী প্রচার করেছিলেন?

(i) বুদ্ধগয়া (ii) কুশিনগর (iii) সারনাথ (iv) কাশি  

(2). বুদ্ধ কখন জন্ম গ্রহণ করেন?

(i) খ্রি পূ: 563 (ii) খ্রি পূ:523 (iii) খ্রি পূ:602 (iv) খ্রি পূ:623   

(3). বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক কোন শাসক ছিলেন?

(i) চন্দ্রগুপ্ত (ii) বিম্বিসার (iii) অজাত শত্রু (iv) প্রদ্যুৎ      

(4). কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ?

(i) বিনয় পিটক (ii) সুওপিটক (iii) দীপ বংশ (iv) অভিধম্মপিটক  

(5). ভারতবর্ষের কোন অঞ্চল জীব বৈচিত্র দিক থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ?

(i) পূর্বঘাট (ii) পূর্ব হিমালয় (iii) কাশ্মীর উপত্যকা (iv) পাঁচমারি পর্বত  

(6). কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষনের বিষয়ে কথা বলা হয়েছে?

(i) রামসর সম্মেলন (ii) আর্থ সামিট (iii) বোটানিক্যাল কংগ্রেস (iv) বেলেম ঘোষণা    

(7). যখন একটি তরলকে 20°c থেকে 60°c তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন তার ঘনত্বের কি ধরণের পরিবর্তন হয়?

(i) বাড়ে (ii) একই থাকে (iii) নষ্ট হয়ে যায় (iv) কমে    

(8). প্রথম বোরের কক্ষে একটি ইলেকট্রনের শক্তি -13.6eV হইলে, দ্বিতীয় বোরের কক্ষে  ইলেকট্রনটির শক্তি কত হইবে?

(i) -3.4eV (ii) -6.8eV (iii) -13.6eV  (iv) -27.2eV 

(9). মধ্যান্য আহার প্রকল্প কত সালে শুরু হয়? 

(i) ১৯৯৭ (ii) ১৯৯৬ (iii) ১৯৯৮(iv) ১৯৯৫

(10). বর্তমানে ন্যাশনাল কমিশন অফ পপুলেশন কার অধীনে?

(i) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে (ii) পরিকল্পনা কমিশনের অধীনে (iii) স্বাস্থ্য  মন্ত্রকের অধীনে (iv) ক্যাবিনেট সচিবালয়ের অধীনে।

Ans: (1) সারনাথ (2) খ্রি পূ: 563 (3) বিম্বিসার (4) দীপ বংশ (5) পূর্ব হিমালয় (6) রামসর সম্মেলন (7) কমে (8) -3.4eV (9) ১৯৯৫ q(10) স্বাস্থ্য  মন্ত্রকের অধীনে 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button