6 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আপনি নিশ্চয়ই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেবলমাত্র আপনাদের সুবিদার্থে আমরা প্রতিদিন ইন-ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছে। আজকে আমরা এই নিবন্ধের মাধ্যমে 5 December 2023 তারিখে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোকে আলোচনা করব।

চাকরি পাওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটিকে গুরুত্বপূর্ণ সহকারে প্রস্তুতি না নিতে পারলে, চাকরি পাওয়া অসম্ভব। তাই প্রতিদিন নিয়ম করে একটি কর্নার টাইম বেছে নিন, আর daily current affairs প্র্যাকটিস করুন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের 6 December 2023 Current Affairs দেখে নেওয়া যাক। 

6 December 2023 Current Affairs

সম্প্রতি প্রকাশিত world digital competitiveness ranking 2023 তে ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) 36 (ii) 49 (iii) 58 (iv) 63

 ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এই রাঙ্কিং প্রকাশ করে। এটি সপ্তম তম সংস্করণ। যেখানে ভারত ৪৯ তম স্থান অবস্থান করেছে। তিনটি বিষয়ের উপর নির্ভর করে এই রেংকিং প্রস্তুত করা হয়। প্রযুক্তি, জ্ঞান এবং ভবিষ্যৎ। প্রথম স্থানে রয়েছে USA, দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড। থার্ড পজিশনে সিঙ্গাপুর। 

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে কোন খেলোয়াড় দ্রুততম 4000 রান পূর্ণ করলো?

(i) কে এল রাহুল (ii) রোহিত শর্মা (iii) বিরাট কোহলি  (iv) ঋতুরাজ গাইকোয়ার

মাত্র 116 টি ম্যাচের 4 হাজার টিটোয়েন্টি রান করেছেন তিনি। 

Sanskriti Utsav 2023 সম্প্রতি কোন রাজ্য আয়োজন করলো?

(i) হরিয়ানা (ii) মধ্যপ্রদেশ (iii) আসাম (iv) উত্তর প্রদেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোথায় 10 হাজার তম জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করলেন?

(i) বারাণসী (ii) উজ্জয়িন (iii) পাটনা (iv) দেওঘর

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি AIMS এ দশ হাজার তম জন ঔষুধি কেন্দ্রের উদ্বোধন করলেন। 

সম্প্রতি বীরা রানা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?

(i) গুজরাট (ii) মধ্যপ্রদেশ (iii) মেঘালয় (iv) গোয়া

কোন রাজ্য সরকার পরীক্ষায় টুকলি এবং চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানা বিল পাস করেছে?

(i) ঝাড়খন্ড (ii) উত্তরাখান্ড (iii) তামিলনাড়ু (iv) উত্তরপ্রদেশ

‘Welcome to Paradise’ শিরোনামে বইটির লেখক কে?

১) বিদ্যা বালান (২) প্রিয়াঙ্কা চোপড়া (৩) টুইংকেল খান্না (৪) অনুষ্কা শর্মা

সাম্প্রতি মহারাষ্ট্রের রাজকোট ফোর্টে কে শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করলেন?

(১) অমিত শাহ (২) নরেন্দ্র মোদি (৩) স্মৃতি ইরানি (৪) নিতিন গড়করি

সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ সমলিঙ্গ বিবাহকে আইনত স্বীকৃতি দিল?

(i) মালদ্বীপ (ii) ভারত (iii) ভুটান (iv) নেপাল

 সম্প্রতি ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোন শহরে আয়োজন করা হলো?

(i) মুম্বাই (ii) নয়া দিল্লী (iii) পাটনা (iv) লখনৌউ

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button