ICDS Anganwadi Practice Set 22: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় এক লক্ষের কাছাকাছি ICDS Anganwadi Worker and Helper নিয়োগ করা হবে। তাই আপনারা যারা ICDS Anganwadi পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। যে প্র্যাকটিস সেট গুলোতে অংশগ্রহণ করলে অন্যদের তুলনায় আপনার প্রস্তুতি আরো নিখুত হবে। পরীক্ষা না হওয়া অবদি প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইট আপলোড করা হবে। আজকে প্র্যাকটিসের দেখে নিন। 

(1). প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার করা হয় ?

(i)  ১৮৩৩ সালে (ii) ১৮৫৩ সালে (iii) ১৮৫৮ সালে (iv) ১৮১৩ সালে    

(2). হিন্দু মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন – 

(i) বেথুন (ii) ডিরোজিও (iii) প্যারীচাঁদ মিত্র (iv) মদনমোহন  

(3). ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কবে?

(i) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ii) ১৮৪৫ খ্রিস্টাব্দে (iii) ১৮৫৫ খ্রিস্টাব্দে (iv) ১৮৩৫ খ্রিস্টাব্দে  

(4). কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে?

(i) এরা স্কিন (ii) মেন (iii) রিচি (iv) উইলিয়াম কলভিল   

(5). নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম __

(i) সেকেন্দ্রাবাদ (ii) হায়দ্রাবাদ (iii) বিশাখাপত্তনম (iv) অমরাবতী  

(6). দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল __

(i) মনিপুর (ii) মিজোরাম (iii) নাগাল্যান্ড (iv) অরুণাচল প্রদেশ

(7). শাকসবজি থেকে প্রধানত __ ভিটামিন পাওয়া যায়।

(i)  ভিটামিন- c  (ii) ভিটামিন-A (iii)  মিনারেল (iv) কার্বোহাইড্রেট    

(8). ভিটামিন B12- এর অভাবে কোন রোগ হয়? 

(i)  সিকল সেল অ্যানিমিয়া (ii) পার্নিসিয়াস অ্যানিমিয়া (iii) নরমোসাইটিক অ্যানিমিয়া (iv) ইয়া প্লাস্টিক অ্যানিমিয়া   

(9). ভারতীয় সংবিধান হলো __

(i)  চূড়ান্ত দুষপরিবর্তনীয়  (ii)  পরিবর্তনীয়   (iii)  দুষ  পরিবর্তনীয়  (iv)  আংশিক দোষ পরিবর্তনীয় আংশিক পরিবর্তনীয় 

(10). সার্বভৌম শব্দটির সঠিক অর্থ__

(i) সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত (ii)  বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত  (iii)  অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত   (iv)  কোন আন্তর্জাতিক সংস্থা নিয়ন্ত্রণ থেকে মুক্ত  

Ans: (1) ১৮৫৩ সালে (2) বেথুন (3) ১৮৩৫ খ্রিস্টাব্দে(4) উইলিয়াম কলভিল (5)অমরাবতী (6)অরুণাচল প্রদেশ (7) মিনারেল (8)   পার্নিসিয়াস অ্যানিমিয়া  (9)আংশিক দোষ পরিবর্তনীয় আংশিক পরিবর্তনীয়, (10) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button