আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

আজকে আমরা 23ই অক্টোবর 2023 Current Affairs নিয়ে উপস্থিত হলাম। এই কারেন্ট অ্যাফেয়ারস আর্টিকেলটিতে 22nd October 2023 তারিখে ঘটে যাওয়া সব থেকে স্পেশাল ইভেন্ট গুলিকে আলোচনা করবো। যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অন্যাণ্য প্রস্তুতির সাথে সাথে অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ারস গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে সংযুক্ত সৈন্য অভ্যাস ‘Sampriti XI’ সম্পন্ন করেছেন?

(i) বাংলাদেশ (ii) নেপাল (iii) ভুটান (iv) শ্রীলংকা

Ans. বাংলাদেশ

সম্পতি কে ‘প্রজেক্ট উদ্ভব’ লঞ্চ করল?

(i) অমিত শাহ (ii) নরেন্দ্র মোদি (iii) রাজনাথ সিং (iv) উপরে উল্লেখিত কেউ নয়

Ans. রাজনাথ সিং

সম্প্রতি Fire Boltt কাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে?

(i) বিজয় দেবারাকোন্ডা (ii) রোহিত শর্মা (iii) বিরাট কোহলি (iv) রণবীর কাপুর

Ans. বিজয় দেবারকোন্ডা

 সম্প্রতি অনুষ্ঠিত ” বিশ্ব স্বাস্থ্য শিখর সম্মেলন ২০২৩” কোথায় অনুষ্ঠিত হলো?

(i) বার্লিন (ii) রোম (iii) প্যারিস (iv) ইউনাইটেড স্টেটস 

Ans. বার্লিন

সম্প্রতি পাওয়া একটি রিপোর্ট অনুসারে, জন্মের সময় লিঙ্গ অনুপাত 904 থেকে বেড়ে কত হলো?

(i) 905 (ii) 906 (iii) 907 (iv) 908

Ans. 907

IRCTC সম্পতি ট্রেনে প্রি-বুক করা খাবার-দাবারের জন্য কোন কোম্পানির সঙ্গে গাঁট-বন্ধন করল?

(i) Zomato (ii) Swiggy (iii) Uber Eats (iv) কোনটাই না

Ans. Zomato

গাজা সংঘর্ষের উপর ” শান্তি শিখর সম্মেলন” কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?

(১) লেবানন (২) রুশ (৩) egypt (৪) কোনোটায় না 

Ans. egypt

 সম্প্রতি কোন লেখক ” কোল্ড ব্লাডেড লাভ’ নোবেলটি কে লিখল?

(১) গিরিশ দত্ত শুক্লা (২) লক্ষ সেন ৩) জয়দেব মুখার্জি (৪) বিশ্বনাথন আনন্দ

Ans. গিরিশ দত্ত শুক্লা

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI কোথায় উপকার্যালয় স্থাপন করলো?

(১) ইটানগর (২) জয়পুর (৩) ভোপাল (৪) কলকাতা 

Ans. ইটানগর

সম্প্রতি ISRO ক্রু এস্কেপ সিস্টেম কোথায় সফলতাপূর্বক পরীক্ষা করল?

(১) উত্তর প্রদেশ (২) হরিয়ানা (৩) অন্ধ্রপ্রদেশ (৪) কোনোটাই না

Ans. অন্ধ্রপ্রদেশ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button