Home পরীক্ষা প্রস্তুতি ICDS Anganwadi Practice Set 10: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi Practice Set 10: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
ICDS Anganwadi Practice Set 10: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
ICDS Anganwadi Practice Set 10: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমরা ICDS Anganwadi & Worker এর 10 নম্বর প্র্যাক্টিস সেট নিয়ে চলে আসলাম। বর্তমানে এই পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে। তাই আপনাদের জন্য আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নের মাধ্যমে এই প্র্যাকটিস সেট গুলি প্রস্তুত করছি। যাতে পরীক্ষার সময় কঠিন প্রশ্নগুলোতেও আপনি সাবলীলভাবে উত্তর দিতে পারেন। তাই সেল্ফ স্টাডির সাথে সাথে প্রতিদিন আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

(i) মহাপদ্মনন্দ (ii) বিম্বিসার (iii) ধননন্দ (iv) অজাত শত্রু

(2). তরাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল?

(i) জয়পাল (ii) লক্ষণ সেন (iii) পৃথ্বীরাজ (iv) রাজা শংকর

(3). লীলাবতীর ফার্সি অনুবাদ করেন__

(i) আবুল ফজল (ii) ফৈজি (iii) আবু তালিব কালিম (iv) দারা 

(4). নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন__

(i) ১৭৩৮ খ্রিস্টাব্দে (ii) ১৭৩৯ খ্রিস্টাব্দে  (iii) ১৭৪১ খ্রিস্টাব্দে (iv) ১৭৪০ খ্রিস্টাব্দে

(5). ভারতের কোন বন্দরে ভাস্কো-দা-গামা এসেছিলেন?

(i) গোয়া (ii) কোচিন (iii) সুরাট (iv) কালিকট 

(6). ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাটি স্থাপন করেছিলেন?

(i) তেলেঙ্গানা (ii) মাদ্রাজ (iii) হায়দ্রাবাদ (iv) মুসুলিপত্তনম

(7). ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়__ 

(i) দমন ও দিউ (ii) লাক্ষাদ্বীপ (iii) নর্মদা নদীর মোহনায় (iv) সুন্দরবন 

(8). লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

(i) হিমাচল প্রদেশ (ii) জম্মু ও কাশ্মীর (iii) মনিপুর (iv) অরুণাচল প্রদেশ

(9). জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কত তম স্থানে অবস্থান করছে?

(i) প্রথম (ii) দ্বিতীয় (iii) তৃতীয় (iv) চতুর্থ

(10). নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সরিসৃপ?

(i) টারটল (ii) স্যালাম্যানডর (iii) সার্ক (iv) নিউট

Ans: (1). মহাপদ্মনন্দ, (2) পৃথ্বীরাজ, (3) ফৈজি, (4) হরিষেন, (5) কালিকট, (6) মুসুলিপত্তনম, (7) লাক্ষাদ্বীপ, (8) মনিপুর, (9) চতুর্থ (10) টারটল। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here