আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 30th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

বেশিরভাগ চাকরি প্রার্থীরা চাকরির প্রস্তুতি নেওয়ার সময় Current Affairs বিষয়টিকে বেশি গুরুত্ব দেয় না। তবে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স অধিক গুরুত্বপূর্ণ। কেবল মাত্র Current Affairs এ সঠিক প্রস্তুতি না পাওয়ার জন্য বহু চাকরি প্রার্থী তাদের কাঙ্খিত চাকরিটি পায় না। মধ্যকথা, একটি চাকরি পেতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি নিতেই হবে। তাই আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে একটি করে আর্টিকেল আপলোড করি। আর কথা না বাড়িয়ে চলুন আজকের 30th October 2023 Current Affairs In Bengali দেখে নেওয়া যাক। 

হামুন ঘূর্ণিঝড়ের নামকরণ করল কোন দেশ?

(i) ভারত (ii) ইরান (iii) বাংলাদেশ (iv) থাইল্যান্ড

Ans. ইরান

প্রী অর্ডার খাবার ডেলিভারি করার জন্য IRCTC সম্প্রতি কোন কোম্পানির সঙ্গে টাই আপ করল?

(i) Zomato (ii) Domino’s (iii) swiggy (iv) KFC

Ans. Zomato

সম্প্রতি Lay’s এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) রোহিত শর্মা (ii) শুভমান গিল (iii) মহেন্দ্র সিং ধোনি (iv) বিরাট কোহলি

Ans. মহেন্দ্র সিং ধোনি

ভারত ও কোন দেশে সেনাবাহিনীর মধ্যে সামরিক মহড়া ‘Harimau Shakti 2023’ অনুষ্ঠিত হলো?

(i) থাইল্যান্ড (ii) মালয়েশিয়া (iii) ইরান (iv) আমেরিকা  

Ans. মালয়েশিয়া

বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় মুম্বাইয়ের স্থান কত?

(i) 1st (ii) 2nd (iii) 3rd (iv) 4th 

Ans. 2nd

সম্প্রতি ভারতের কোন জায়গায় RBI এর ‘Sub Office’ খোলা হলো?

(i) Kohima (ii) Itanagar (iii) Cochin (iv) Hyderabad

Ans. Itanagar 

UNWTO’S Best tourism village 2023 অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের ধরোদা গ্রাম?

(১) তামিলনাড়ু (২) হরিয়ানা (৩) উত্তর প্রদেশ (৪) গুজরাট

Ans. গুজরাট

ভুট্টা চাষের প্রমোট করতে কোন রাজ্য বিশেষ প্রোগ্রাম লঞ্চ করল? 

(১) তামিলনাড়ু (২) ওড়িশা (৩) উত্তর প্রদেশ (৪) গুজরাট

Ans. ওড়িশা

 World Health Summit 2023 হোস্ট করল কোন দেশ?  

(১) জাপান (২) জার্মানি (৩) সিঙ্গাপুর (৪) মালয়েশিয়া

Ans. জার্মানি

বিশ্বের প্রথম Electromagnetic Railgun সফলভাবে ফায়ার করল কোন দেশ?  

(১) জাপান (২) ইউনাইটেড কিংডম (৩) ইজরাইল (৪) চীন

Ans. জাপান

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button