ICDS Practice Set 48: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৮, প্রস্তুতি নিতে শুরু করুন 

ICDS Anganwadi Worker And Helper পরীক্ষার জন্য যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা এই প্র্যাকটিস সেট সেশনের আয়োজন করেছি। এই প্র্যাকটিস সেট গুলিকে আমাদের সব থেকে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের মাধ্যমে প্রস্তুত করা হয়। এখানে খুব অ্যাডভান্স প্রশ্ন সাজেশন করা হচ্ছে। যেখান থেকে আগত পরীক্ষায় কমুন সম্ভাবনা প্রবল। আজ আমাদের ৪৮ তম প্রাক্টিস সেট। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটটিতে চোখ বুলিয়ে নিন। 

(1). ডান্ডি অভিযান __ সালে হয়েছিল?

(i) 7 আগস্ট, 1942 (ii) 12 এপ্রিল, 1925 (iii) 14 মে, 1935 (iv) 12 মার্চ, 1930     

(2). খিলাফৎ আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন__

(i) ইকবাল (ii) সৈয়দ আহমেদ (iii) রহমৎ আলি (iv) মোহাম্মদ আলি ও সৌকত আলি              

(3). কে নিখিল ভারত হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন?

(i) মতিলাল নেহের (ii) অ্যানি বেসান্ত (iii) সরোজিনী নাইডু (iv) বি আর আম্বেদকর       

(4). জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল__

(i) ১৯০৯ (ii) ১৯০৮ (iii) ১৯১৯ (iv) ১৯১৮  

(5). NH 34 

(i) কলকাতা হতে বনগাঁ (ii) কলকাতা হতে আসানসোল (iii) কলকাতা হতে ঝাড়গ্রাম (iv) কলকাতা হতে শিলিগুড়ি 

(6). কোন রাজ্যের মাথাপিছু আয় সর্বাধিক?

(i) মহারাষ্ট্র (ii) পাঞ্জাব (iii) দিল্লি  (iv) গোয়া         

(7). জলকে 7°C হইতে 0°C ঠান্ডা করা হলে কি হবে?

(i) শুধু প্রসারণ ঘটে (ii) শুধু সংকোচন ঘটবে (iii) প্রথমে প্রসারিত হয় এবং পরে সংকুচিত হয় (iv) প্রথমে  সংকুচিত হয় কিন্তু পরে প্রসারিত হয় 

(8). 0°C উষ্ণতায় 10gm জল 0° উষ্ণতায় 10gm বরফ মেশানো হল, মিশ্রণের উষ্ণতা কত হবে?

(i) 0°C (ii) 1°C (iii) 10°C (iv) 5°C  

(9). পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বর্ষের শেষে সমাপ্ত হয়েছিল, তার কারণ কি?

(i) জনতা পার্টি নতুন ধাঁজের পরিকল্পনা দিয়া শুরু করিতে চাইয়া ছিল (ii) যথেষ্ট অর্থের যোগান ছিল না  (iii) জরুরি অবস্থার অবসান ঘটিয়া ছিল (iv) প্রচন্ড খরা 

(10). কোন পঞ্চবার্ষিক কি পরিকল্পনা ভারতের ভারী ও মৌলিক শিল্পায়নের সঙ্গে যুক্ত ছিল?

(i) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (ii) প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (iii) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (iv) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা

Ans: (1) 12 মার্চ,1930 (2) মোহাম্মদ আলি ও সৌকত আলি (3) অ্যানি বেসান্ত (4) ১৯১৯ (5) কলকাতা হতে শিলিগুড়ি (6) গোয়া (7) প্রথমে  সংকুচিত হয় কিন্তু পরে প্রসারিত হয় (8) 0°C (9) জনতা পার্টি নতুন ধাঁচের পরিকল্পনা দিয়া শুরু করিতে চাইয়াছিল (10) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button