SSC GD Practice Set 05: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Practice Set 05: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আর মাত্র 4 দিনের মাথায় SSC GD Constable এর আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার দুই থেকে তিন মাসের মাথায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এখনো যারা প্রস্তুতি শুরু করেননি আর সময় নষ্ট না করে, দ্রুত এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। নিখুঁত প্রস্তুতি নেওয়ার জন্য, প্রতিদিন আমাদের দেওয়া SSC GD Practice Set গুলিতে অংশগ্রহণ করুন। 

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

(1). মহাযাত্রা কে রচনা করেন?

(i) ফকিরমোহন সেনাপতি (ii) রাধানাথ রায় (iii) লক্ষ্মীনাথ বেজবরুয়া (iv) মধুসূদন রাও

(2). কত সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস করা হয়?

(i) ১৮৭৮ (ii) ১৮৮৫ (iii) ১৮৬৮ (iv) ১৯২৮

(3). কে মারাঠা পত্রিকার প্রকাশ করেছিলেন?

(i) এম জি রানাডে (ii) বালগঙ্গাধর তিল (iii) দেশমুখ (iv) সাভারকার

(4). কে হিন্দু মেলার আয়োজন করেছিলেন?

(i) স্বামী বিবেকানন্দ (ii) নবগোপাল মিত্র (iii) কেশব চন্দ্র সেন (iv) স্বামী দয়ানন্দ সরস্বতী

(5). ভারতের কোন রাজ্যে হিরে খনি বর্তমান?

(i) কর্ণাটক (ii) উত্তর প্রদেশ iii) গুজরাট (iv) মধ্যপ্রদেশ 

(6). কোন নদীর তীরে রাউলকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থান করছে?

(i) ব্রাহ্মণী (ii) ভদ্রা (iii) ভীমা (iv) দামোদর 

(7). নিম্নে উল্লেখিত কোন উদ্ভিদগুলো সম্পূর্ণ মূল বিহীন? 

(i) আইকর্নিয়া (ii) সিরাটোপাইলাম (iii) পিষ্টিয়া (iv) মনোকোরিয়া 

(8). নিম্নে উল্লেখিত কোন স্থলভাগে শৈবাল পাওয়া যায়?

(i) ট্রেনটিপোহলিয়া (ii) ক্লোরেলা (iii) সারগাসাম (iv) স্পাইরুলিয়া

(9). পশ্চিমবঙ্গের সব মিলিয়ে পৌরনগরের সংখ্যা কয়টি?  

(i) ১০৪ (ii) ১১৯ (iii) ১৯১ (iv) ২৫৬  

(10). কে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়ে থাকে?

(i) রাজ্য সরকার (ii) জেলা ম্যাজিস্ট্রেট (iii) ইলেকশন কমিশন (iv) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

Ans: (1) রাধানাথ রায়, (2) ১৮৮৫, (3) বালগঙ্গাধর তিল, (4) নবগোপাল মিত্র, (5) মধ্যপ্রদেশ, (6) ব্রাহ্মণী, (7) পিষ্টিয়া, (8) সারগাসাম, (9) ১১৯, (10) রাজ্য সরকার। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button