30 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

30 December 2023 Current Affairs নিয়ে উপস্থিত হলাম। আপনারা দ্রুত এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নিন। আপনারা খুব ভালো ভাবেই জানেন যে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যেকোনো চাকরির পরীক্ষা পাশ করা অসম্ভব। কারণ প্রত্যেকটি পরীক্ষায় current affairs আসবেই আসবে। তাই সময় নষ্ট না করে প্রতিদিন এক ঘন্টা করে হলেও current affairs এ চোখ বুলিয়ে রাখুন। 

কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তার সংগৃহীত রচনাবলীর ১১ খণ্ডের প্রথম খন্ডটি প্রকাশ করতে চলেছে?

(i) নেতাজি সুভাষচন্দ্র বসু (ii) পন্ডিত মদনমোহন মালব্য (iii) চৌধুরী চরণ সিং (iv) মহাত্মা গান্ধী

সম্প্রতি ভাইরাল হওয়া নামদফা উড়ন্ত কাঠবিড়ালি কোন রাজ্যে রয়েছে?

(i) আন্দামান (ii) আসাম (iii) অরুণাচল প্রদেশ (iv) তামিলনাড়ু

ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে সন্তোষ ঝা কোন দেশে নিযুক্ত হলেন?

(i) নেপাল (ii) শ্রীলংকা (iii) মায়ানমার (iv) ভুটান

সম্প্রতি তেলেঙ্গা রাজ্য সরকার কোন শ্রেণীর কর্মচারীদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ এবং ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা প্রদান করতে চলেছে?

(i) রাস্তার বিক্রেতাদের (ii) গীগ কর্মী (iii) স্বাস্থ্য পেশাদার (iv) নির্মাণ শ্রমিকগণ

সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত free trade agreement করতে চলেছে?

(i) UAE (ii) সৌদি আরব (iii) ওমান (iv) ইরান

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ‘ কৃষক উপহার যোজনা’ র মাধ্যমে কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছে?

(i) উত্তর প্রদেশ (ii) রাজস্থান (iii) উত্তরাখণ্ড (iv) বিহার

ISRO কত সালের মধ্যে ভারতীয় এক্সপ্রেস স্টেশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে?

১) 2040 (২) 2035 (৩) 2050 (৪) 2045

সম্প্রতি চার্চ অফ এপিফ্যানি, মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত?

(১) কেরল (২) হরিয়ানা (৩) গোয়া (৪) মহারাষ্ট্র

এই প্রথমবারের মতো কোন দেশের ২০২৪সাধারণ নির্বাচনে একজন হিন্দু মহিলা (ডক্টর সাবিরা প্রকাশ) নমিনেশন ফাইল জমা করলেন? 

(i) বাংলাদেশ (ii) আফগানিস্তান (iii) পাকিস্তান (iv) কাজাখস্থান

সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা গাজা উপত্যকায় অবিলম্বে একটি মানবিক সহায়তা প্রদানের দাবিতে একটি প্রস্তাব গৃহীত করল?

(i) United Nations general assembly (ii) United Nations Security Council (iii) United Nations children’s fund (iv) United Nations Human Right Council. 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button