ICDS Anganwadi Practice Set 26: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set 26: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

 অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পরীক্ষার প্রিপারেশনের জন্য 27 তম প্র্যাক্টিস সেট নিয়ে চলে এলাম। এই প্র্যাক্টিস সেট গুলিতে মোট দশটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ বাছাই করা। ফলে আগত ICDS Anganwadi পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিখুঁত প্রিপারেশনের জন্য প্রতিদিন অন্তত একটি করে হলেও আমাদের প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন।

(1). বাংলার কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(i) আব্দুল হালিম (ii) মুজাফফর আহমেদ (iii) হুমায়ুন কাবির (iv) এ কে ফজলুল হক 

(2). বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন__

(i) তিতুমীর (ii) সৈয়দ আহমেদ (iii) দুদুমিয়া (iv) হাজী শরিয়াতুল্লা

(3). সাঁওতালরা দামিন- ই -কোহ বলতো কোন জায়গাকে?

(i) পালামৌ (ii) হাজারীবাগ (iii) রাজমহল পাহাড় (iv) ধলভূম 

(4). ভীল বিদ্রোহ হয়েছিল__

(i) সিংভূম (ii) খন্দেশ (iii) সাতারা (iv) ছোটনাগপুর 

(5). কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি?

(i) নর্মদা (ii) সরাবতী (iii) মহানদী (iv) তাপ্তি   

(6). কপিলধারা ফসল কোথায় চাষ করা হয়?

(i) চম্বল নদীর উপর (ii) কৃষ্ণা নদীর উপর (iii) শোন নদীর উপর (iv) নর্মদা নদীর উপর    

(7). রক্ত প্রদানে সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?

(i) রক্ত শ্রেণি B (ii) রক্ত শ্রেণী C (iii) রক্ত শ্রেণী O (iv) রক্ত শ্রেণী  AB    

(8). সিপ্টিসিমিয়া কি?

(i) রক্ত বিষক্রিয়া (ii) মানসিক বৈকল্য (iii) খাদ্য বিষক্রিয়া (iv) কোনটাই নয়      

(9). রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে?

(i)  ভারতের প্রধানমন্ত্রী (ii) ভারতের উপরাষ্ট্রপতি (iii) ভারতের রাষ্ট্রপতি (iv) লোকসভার সঞ্চালক  

(10). লোকসভার বিরোধী নেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন?

(i) উচ্চ ন্যায়ালয়ের বিচারক (ii) উচ্চতম ন্যায়ালয়ের বিচারক (iii) রাজ্যপাল (iv) কেন্দ্রীয় মন্ত্রী 

Ans: (1) এ কে ফজলুল হক (2) তিতুমীর (3) রাজমহল পাহাড় (4) ছোটনাগপুর (5) মহানদী (6) নর্মদা নদীর উপর (7) রক্ত শ্রেণী O (8) 5 লিটার (9) ভারতের উপরাষ্ট্রপতি (10) কেন্দ্রীয় মন্ত্রী

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button