14 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

14 December 2023 Current Affairs নিয়ে চলে এলাম। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিবন্ধে দেওয়া প্রশ্ন গুলি সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাইলে নিয়মিত প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে প্রতিদিন প্রস্তুত করে রাখুন। today current affairs দেখে নিন। 

সম্প্রতি পুষ্প ভারতী তার কোন স্মৃতি কথার জন্য ২০২৩ ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে?

(i) Swang (ii) yaadein, yaadein aur yaadein (iii) Hum Na Marad (iv) Alag

পদ্মপানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাচ্ছেন?

(i) জাবেদ আখতার (ii) অমিতাভ বচ্চন (iii) রজনীকান্ত (iv) আশা ভোঁসলে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? 

(i) প্রীতি দেশাই (ii) নিখিল দে (iii) বিক্রম সিনাহা (iv) ইন্দিরা নুই

Shar Amartala Torgya ফেস্টিভ্যাল কোন রাজ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয়?

(i) অরুণাচল প্রদেশ (ii) আসাম (iii) মনিপুর (iv) মেঘালয় 

সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের গ্লোবাল পার্টনারশিপ ভারতের কোন শহরে আয়োজিত হচ্ছে?

(i) মুম্বাই (ii) নয়াদিল্লি (iii) কলকাতা (iv) চেন্নাই

পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?

(i) Donald Tusk (ii) Beta Szydlow (iii) Andrzej Dude (iv) None of these

সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক সেনা মহড়া ‘VINBAX 2023’ অনুষ্ঠিত হচ্ছে?

১) জাপান (২) কাতার (৩) সৌদি আরব (৪) ভিয়েতনাম

বিশ্বের সবথেকে বড় আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল কোন দেশ?

(১) ভুটান (২) মায়ানমার (৩) চীন (৪) নেপাল

WTA players of the Year এওয়ার্ড কোন দেশের টেনিস খেলোয়াড় জিতলেন? 

(i) পোল্যান্ড (ii) সার্বিয়া (iii) জার্মানি (iv) ইংল্যান্ড

টেনিস খেলোয়ারের নাম Iga Swiatek.

International Day of Neutrality কত তারিখে পালন করা হয়?

(i) 11 dec (ii) 12 dec (iii) 10 dec (iv) 13 dec

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button