আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 7th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আমরা কেবলমাত্র আপনাদের প্রস্তুতি সুবিধার্থে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটিকে নিয়ে চলে আসি। যেখানে আগামীকালের সবথেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে কভার করা রয়েছে। যে Current Affairs গুলি আগত বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই নিজের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তোলার জন্য, প্রতিদিন নিয়ম করে একটি আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। সব সময় একটা বিষয় মাথায় রাখবেন, ‘ সময় কখনোই মানুষকে সফল করতে পারেনা, সময়ের সঠিক ব্যবহারই মানুষকে সফলতার সুখ দিতে পারে।’

২০২৩ সালে কে Kerala Jyothi পুরস্কারে ভূষিত হলেন?

(i) মাধব মেনন (ii) ওমচেরি এন এন পিল্লাই (iii) এম এ পরমেশ্বর (iv) টি পদ্মনাভন 

Lions that drunk the moonlight এই আত্মজীবনীমূলক বইটির লেখক কে?

(i) এস সোমনাথ (ii) কে শিভান (iii) অমিতাভ কান্ত (iv) জি সতীশ রেড্ডি

Us house of representatives এর নতুন স্পিকার পদে কে নিযুক্ত হলেন?

(i) অশোক গ্যাটগিল (ii) জুলিয়া লেটলো (iii) কমলা হরিস (iv) মাইক জনসন

Rado বিখ্যাত ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

(i) আলিয়া ভাট (ii) ক্যাটরিনা কাইফ (iii) হার্দিক পান্ডিয়া (iv) দীপিকা পাডুকোন 

Robert FICO সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন?

(i) স্লোভাকিয়া (ii) নিউজিল্যান্ড (iii) ইকয়েডর (iv) কেনিয়া

ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ার্ডনেস দিবস পালন করা হয়__ 

(i) 4 নভেম্বর (ii) 5 নভেম্বর (iii) 6 নভেম্বর (iv) 7 নভেম্বর

 মনুষ্যবাহী স্পেসক্রাফট Shenzhou – 17 কন দেশ লঞ্চ করলো?

(১) জাপান (২) চীন (৩) আমেরিকা (৪) রাশিয়া

সম্পত্তি CBI এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(১) জয়নাল শর্মা (২) প্রবীণ মধুকর (৩) তরুণ মধুকর (৪) মনোজ মিত্র

সম্প্রতি জনপ্রিয় কোম্পানি Houser Pen এর ব্রান্ড এম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) আলিয়া ভাট (ii) রানবির কাপুর (iii) হার্দিক পান্ডিয়া (iv) রণবীর সিং

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button