1 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আপনাদের সকলকে Happy New Year. প্রতিদিনের মতো আজকেও আমরা daily current affairs সেশান নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আপনারা যারা প্রতিদিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অংশগ্রহণ করেন তারা দ্রুত আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 1 January 2024 Current Affairs দেখে নিন। 

Indo Tibetan Border Police এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো? 

(i) অম্বিকা শর্মা (ii) অনীশ দয়াল সিং (iii) তানভি শর্মা (iv) রাহুল রসগোত্র

সম্প্রতি উত্তরপ্রদেশের কোন দুটি জেলার মধ্যে হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হলো?

(i) বারাণসী এবং শ্রাবন্তী (ii) প্রয়াগ রাজ ও আগ্রা (iii) প্রয়াগ রাজ ও বারানসি  (iv) আগ্রা ও মথুরা

মধ্যপ্রদেশ রাজ্যে কোন দিন তবলা দিবস হিসেবে পালন করা হবে?

(i) ২৬ শে ডিসেম্বর (ii) ২৫শে ডিসেম্বর (iii) ২৮ শে ডিসেম্বর (iv) ২৭ শে ডিসেম্বর

ভারতে প্রথমবারের জন্য হিমালয়ান এয়ার সাফারি চালু করা হয়েছে। কোন রাজ্যে থেকে শুরু করা হলো ?

(i) উত্তরাখন্ড (ii) হিমাচল প্রদেশ (iii) জম্মু (iv) লাদাখ 

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘প্যান্টোয়া টেগরী’ আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করেছে ?

(i) ডাক্তার বোম্বা ড্যাম (ii) ডঃ আনন্দ বোস (iii) ডাক্তার এস বিশ্বনাথন (iv) ডাক্তার সুমিত আরোরা

সালাম বম্বে ফাউন্ডেশন এর হেলথ অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) পঙ্কজ ত্রিপাঠী (ii) অমৃতা রায়চাঁদ (iii) আলিয়া ভাট (iv) দীপিকা পাডুকোন

সম্প্রতি কোন খেলোয়াড় চেন্নাই গ্রান্ড মাস্টার ২০২৩ শিরোপা জিতল?

১) বিদিত সন্তোষ গুজরাঠি (২) রমেশ বাবু প্রজ্ঞানন্দা (৩) সন্দীপন চন্দ (৪) ডোমমারাজু গুকেশ

 ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত কোন রাজ্যে সব থেকে বেশি সৌর প্যানেল ইনস্টলেশন করেছে?

(১) মহারাষ্ট্র (২) পাঞ্জাব (৩) হরিয়ানা (৪) গুজরাট

প্রতি কোন রাজ্য নাগরিকদের চাহিদা পূরণ করার জন্য ‘ প্রজা পালন প্রোগ্রাম’ লঞ্চ করলো? 

(i) কেরালা (ii) কর্ণাটক (iii) মহারাষ্ট্র (iv) তেলেঙ্গানা

পশ্চিমবঙ্গের নতুন DGP পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) রাজীব কুমার (ii) মনোজ মালব্য (iii) বিপ্লব পাল  (iv) আনন্দ বোস

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button