কারেন্ট অ্যাফেয়ার্স 4th October 2023 | Daily Current Affairs In Bengali 2023 PDF

প্রতিদিনের ন্যায় আজকে আমরা 4th October এর Daily Current Affairs নিয়ে উপস্থিত হলাম। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই সেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিদিনের Current Affairs গুলো প্রস্তুত করে রাখুন।

** ২০২৩ সালে পদার্থবিদ্যায় কে নোবেল পুরস্কার পাচ্ছে?

(১) ফেরেক্স ক্রাউৎজ (২) পিয়ের অগস্টিনি (৩) এনে এলহুইলার  (৪) উপরে সবাই  

Ans. উপরে সবাই

** সম্প্রতি বর্ডার রোড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

(১) নরেশ গুপ্ত (২) নীতিন আইয়ার (৩) রঘু শ্রীনিবাসন  (৪) পবন দাস

Ans. রঘু শ্রীনিবাসন

সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন?

(১) Mohammad muizzu (২) Mohammed Solih  (৩) Abdullah Yameen (৪) Arif Latif

Ans. Mohammad muizzu

ভারতের বাইরে কোন রাষ্ট্রে বি আর আম্বেদকর এর সব থেকে বড় মূর্তি উন্মোচন করা হচ্ছে?

(১) ফ্রান্স (২) ইংল্যান্ড (৩) মার্কিন যুক্তরাষ্ট্র (৪) জার্মানি

Ans. মার্কিন যুক্তরাষ্ট্র

ভারতের কোন শহরে সর্বপ্রথম সোলার রূফ সাইক্লিন ট্রাক উদ্বোধন করা হয়েছিল?

(১) বারাণসী (২) মুম্বাই (৩) গুয়াহাটি (৪) হায়দ্রাবাদ

Ans. হায়দ্রাবাদ

এশিয়ান গেমস ২০২৩ এ ৫০০০ মিটার দৌড়ে পারুল চৌধুরী কোন পদক জিতলো?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনটাই না

Ans. সোনা 

সাম্প্রতিক কোন রাজ্য সরকার স্বচ্ছ ভারত অভিযানের আওতায় 100% ODF Plus কভারেজ অর্জন করল?

(১) উত্তরপ্রদেশ (২) সিকিম (৩) হরিয়ানা (৪) আসাম

Ans. উত্তরপ্রদেশ

সম্প্রতি মুম্বাইয়ে খাদি ও গ্রামীন শিল্প কমিশন দ্বারা  আয়োজিত “খাদি উৎসব” কে উদ্বোধন করল?

(১) একনাথ শিন্ডে (২) অনুরাগ ঠাকুর (৩) উদ্ভব ঠাকরে (৪) নারায়ণ রানে

Ans. নারায়ণ রানে

বিশ্বব্যাংক ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য কত শতাংশ GDP ভবিষ্যৎবাণী করল?  

(১) 6.20% (২) 6.30% (৩) 6.40% (৪) 6.50%  

Ans. 6.30%

আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস পালন করা হয় – 

(১) 1 অক্টোবর (২) 2 অক্টোবর (৩) 3 অক্টোবর (৪) 4 অক্টোবর

Ans. 1 অক্টোবর

পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button