ICDS Anganwadi Practice Set 11: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ ICDS Anganwadi & Worker-এর 11 তম প্রাকটিস সেট। আপনারা যারা ICDS Anganwadi পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তারা এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। নিজের সেল্ফ স্টাডি করার সাথে সাথে প্রতিদিজ একটি করে ICDS Anganwadi & Worker প্রাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?

(i) সমুদ্র গুপ্ত (ii) প্রথম চন্দ্র সেন (iii) স্কন্দগুপ্ত (iv) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(2). গোপাল কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন?

(i) পল্লব (ii) পাল (iii) চলুক্য (iv) প্রতিহার

(3). ইকতা প্রথার প্রবর্তন কে করেন?

(i) কুতুবউদ্দিন আইবক (ii) মোহাম্মদ ঘোরী (iii) গিয়াসুদ্দিন বলবন (iv) ইলতুৎমিস 

(4). ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

(i) ক্যানিং (ii) ডালহৌসি  (iii) কার্জন (iv) বেন্টিং 

(5). বন্দে মাতরম কে রচনা করেন?

(i) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (ii) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (iii) রজনীকান্ত সেন (iv) রবীন্দ্রনাথ ঠাকুর 

(6). স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

(i) ১৯২৫ (ii) ১৯২২ (iii) ১৯৪১ (iv) ১৯৩০

(7). পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো ___

(i) ২.৮ শতাংশ  (ii) ২.৪ শতাংশ (iii) ৩.৬ শতাংশ (iv) ৩.২ শতাংশ 

(8). ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত__

(i) কাশ্মীর (ii) কারাকোরাম (iii) কেনিথ (iv) গডউইন অস্টিন

(9). ভারতের প্রথম চট কল স্থাপিত হয় কোন সালে?

(i) 1850 (ii) 1920 (iii) 1755 (iv) 1800

(10). কোষের গঠন অনুযায়ী নিম্নক্তদের মধ্যে। tকোনটি সবচেয়ে জটিল?

(i) প্রোটোজোয়া (ii) ব্যাকটিরিয়া (iii) ছত্রাক (iv) শৈবাল

Ans: (1). দ্বিতীয় চন্দ্রগুপ্ত, (2) পাল, (3) ইলতুৎমিস, (4) ক্যানিং, (5) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (6) ১৯২২, (7) ২.৪ শতাংশ, (8) গডউইন অস্টিন, (9) 1850 (10) ছত্রাক। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button