22 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

প্রতিদিনের মতো আজকেও আমরা 22 December 2023 এর Current Affairs নিয়ে চলে এলাম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আসবে। তাই Current Affairs কে ইগনোর করা মানে মহাবিপদ। একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিনের দিন প্রস্তুত করে রাখা ভীষণ প্রয়োজন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের অর্থাৎ 22 December 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। 

সম্প্রতি ভারতের কোন পর্বত আরোহী আন্টার্টিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট ভিনশন’ আরোহন করলেন?

(i) লাভ রাজ সিং ধর্মশক্ত (ii) অরুনিমা সিনহা (iii) অংশু জামশেণপা (iv) শেখ হাসান খাণ

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হলো? 

(i) জাসপ্রিত বুমরাহ (ii) সূর্য কুমার যাদব (iii) হার্দিক পান্ডিয়া (iv) ঈশান কিশান

সম্প্রতি কোন দেশ ‘Zhuque – 2 Y – 3” নামে বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত “লঞ্চ ভেইকেল” মহাকাশে পাঠালো?

(i) রাশিয়া (ii) জাপান (iii) ভারত (iv) চিন

সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন চিড়িয়াখানায় একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে?

(i) কোচবিহার (ii) দার্জিলিং (iii) আলিপুর (iv) জলপাইগুড়ি

বিশ্বের তৃতীয় সবথেকে মূল্যবান তামাক কোম্পানির তকমা কে পেল?

(i) bat (ii) ITC (iii) ntc (iv) altria group inc

Satellite india র নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) প্রিয়াংশু শর্মা (ii) আদিত্য জয়রাজ (iii) অমিত কুমার (iv) নিতিন দর্জি 

সম্প্রতি টাটা ৫০০টিরও বেশি EV চার্জিং স্টেশন তৈরি করার জন্য কোন কোম্পানির সঙ্গে টাই আপ করল?

১) ONGC (২) BPCL (৩) IOCL (৪) HPCL

2025 FACO Conference কোন দেশ হোস্ট করবে?

(১) ভারত (২) শ্রীলংকা (৩) ইন্দোনেশিয়া (৪) মায়ানমার

 World’s top 50 Asian celebrities এর তালিকার প্রথম স্থানে কে রয়েছে?

(i) রানবির কাপুর (ii) সালমান খান (iii) রণবীর সিং (iv) শাহরুখ খান 

ব্যাডমিন্টন জগতের জন্য মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে __

(i) চিরাগ শেঠি (ii) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি  (iii) শ্রীকান্ত কিদাম্বি (iv) a ও b

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button