PSC Clerkship Practice Set 23: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আজকে আমরা PSC Clerkship Practice Set 23 আপলোড করলাম। ইতিপূর্বেই যারা 22 টি প্রাকটিস সেটে অংশগ্রহণ করে ফেলেছেন, তাদেরকে 23 তম প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই set গুলিতে আপনারা যদি প্রতিদিন অংশগ্রহণ করতে পারেন, তবে আপনি খুব সহজেই বুজতে পারবেন যে, আগত PSC Clerkship 2024 কম্পিটিটিভ পরীক্ষায় সিলেবাসের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তাই বেশী কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন practice set টিকে দেখে নেওয়া যাক।

(১). সীমান্ত গান্ধী কাকে বলা হয়? 

(i) মহাত্মা গান্ধী (ii) আব্দুল গফ্ফার খান (iii) মোহাম্মদ আলী জিন্নাহ (iv) শওকত আলী      

(2). ভারত ছাড়ো আন্দোলনের সময়__

(i) 9 সেপ্টেম্বর, 1945 (ii) 8 আগস্ট, 1942 (iii) 14 ফেব্রুয়ারি, 1955 (iv) 10 আগস্ট, 1951  

(3). নিন্মলিখিত কোন আন্দোলনের সঙ্গে গান্ধীজীর যুক্ত?

(i) অসহযোগ (ii) আইন অমান্য (iii) নীল চাষের বিরুদ্ধে (1917) (iv) ভারত ছাড়ো  

(4). “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমাদের মৃত দেহের উপর দিয়ে” –কে বলেছিলেন?

(i) এম কে গান্ধী (ii) জে এল নেহেরু (iii) রাজেন্দ্র প্রসাদ (iv) বল্লব ভাই প্যাটেল     

(5). নৌযাত্রায় নাবিকরা প্রধানত ব্যবহার করে __অভিক্ষেপ.

(i) মারর্কেটরস (ii) অর্থগ্রাফিক (iii) ইউমরফিক  (iv) গলস     

(6). উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সারাক্ষণ গোধূলি বা উসার আলো কোন অঞ্চলে থাকে?

(i) ক্রান্তীয় অঞ্চল (ii) নিরক্ষীয় অঞ্চল (iii) মধ্য অক্ষাংশে (iv) উচ্চ অক্ষাংশে   

(7). দন্ত চিকিৎসকরা কি ব্যবহার করে থাকেন?

(i) সমতল আয়না (ii) বিশেষ ধরনের আয়না (iii) উত্তল আয়না (iv) অবতলায় আয়না 

(8). যখন আপাতন কোন দুটির মাধ্যমে সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরণ কোণের মান কত হয়?

(i) 90° (ii) 0° (iii) আপাতন কোণের সমান (iv) 45°

(9). পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে কে অনুমোদন করে?

(i) রাষ্ট্রপতি (ii) পার্লামেন্ট (iii) জাতীয় উন্নয়ন পরিষদ (iv) পরিকল্পনা কমিশন   

(10). মহলানবিশ ভারতীয় পরিকল্পনার ক্ষেত্রে কোন উন্নয়নের উপর সবথেকে বেশী জোড় দিয়েছিলো?

(i) পরিষেবা ক্ষেত্রে (ii) কৃষি ক্ষেত্র iii) ক্ষুদ্র গ্রামীন শিল্পক্ষেত্র (iv) ভারি মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্প ক্ষেত্র   

Ans: (1) আব্দুল গফ্ফার খান (2) 8 আগস্ট 1942 (3) অসহযোগ (4) এম কে গান্ধী (5) গলস (6)উচ্চ অক্ষাংশে (7) অবতলায় আয়না(8) 90° (9) জাতীয় উন্নয়ন পরিষদ (10) ভারি মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্প ক্ষেত্র। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button