ICDS Practice Set 41: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 41: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

বর্তমানে রাজ্যের তিনটি জেলায় ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আপনার জেলার জন্য ICDS অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। আপনারা যারা এখনো পর্যন্ত ICDS Anganwadi worker and helper নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেননি, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমরা আপনাদের প্রস্তুতি সুবিধার্থে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। আপনারা প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট গুলোতে চোখ বুলিয়ে রাখুন। আমরা ইতিমধ্যেই 40 টি প্রাক্টিস সেট আপলোড করে ফেলেছে। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন সেগুলি অবশ্যই একবার দেখে নিন। 

(1). ভারতীয় জাতীয় কংগ্রেস __ ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়।

(i) লর্ড রিপন (ii) লর্ড লিটন (iii) লর্ড ল্যান্সডাউন  (iv) লর্ড ডাফরিন   

(2). ব্রিটিশ শাসনের সময়কালে ভারত থেকে “ধন নির্গমনের তত্ত্ব” প্রথম কে প্রবর্তন করেন?

(i) গোপালকৃষ্ণ গোখলে (ii) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (iii) রমেশ চন্দ্র দত্ত (iv) দাদাভাই নৌরোজী    

(3). জাতীয় কংগ্রেস 26 শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত কোন স্থানে গ্রহণ করেছিল?

(i) বোম্বাই (ii) কলকাতা (iii) মাদ্রাজ (iv) লাহোর 

(4). ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

(i) ওয়েন্ডারবান (ii) এ. ও হিউম (iii) দাদাভাই নৌরোজী (iv) ডব্লিউ সি ব্যানার্জি      

(5). বাঁকুড়ায় প্রধানত কি ধরণের মৃত্তিকা দেখা যায়?

(i) পলি মৃত্তিকা (ii) পডজল মৃত্তিকা (iii) কাদা ময় মৃত্তিকা (iv) ল্যাটেরাইট মৃত্তিকা 

(6). কোনটি তুলা চাষের উপযোগী মৃত্তিকা?

(i) রেগুন (ii) লোহিত মৃত্তিকা (iii) ল্যাটেরাইট (iv) পলল মৃত্তিকা 

(7). মাপক যন্ত্র নয় এদের মধ্যে কোনটি?

(i) থার্মোমিটার (ii) ব্যারোমিটার (iii) হাইগ্রোমিটার  (iv) পিকোমিটার    

(8). স্কেলার রাশির উদাহরণ হল__

(i) বল (ii) বেগ (iii) শক্তি (iv) ভরবেগ 

(9). কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীত জনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে?

(i) বিনিয়োগকারী শ্রেণী (ii) ব্যবসা-বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন (iii) স্থির আয়কারী মানুষজন (iv) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন     

(10). মূলধন কাকে বলে বলুন?

(i) মেশিনারী ও অট্টালিকা সামূহই মূলধন (ii) অর্থই মূলধন (iii) মূলধন হল উৎপাদিত উপকরণ  (iv) উপরের কোনোটিই নয়    

Ans: (1) লর্ড ডাফরিন (2) দাদাভাই নৌরোজী (3) লাহোর (4) ডব্লিউ সি ব্যানার্জি (5) ল্যাটেরাইট মৃত্তিকা (6) রেগুন (7) পিকোমিটার (8) শক্তি (9) স্থির আয়কারী মানুষজন(10) মূলধন হল  উৎপাদিত উপকরণ 

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button