ICDS Helper and Workers Practice Set 34: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Helper and Workers Practice Set 34: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Helpers and Workers পরীক্ষার 34 তম প্রাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আমরা এই প্রাকটিস সেট গুলিকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্ভারে প্রস্তুত করছি। যা নিয়ম করে প্রতিদিন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে চলেছি। আপনারা প্রতিদিন অন্তত একটি করে হলেও প্রাকটিস সেটে অংশগ্রহণ করুন।

(1). ‘টাইমস অফ ইন্ডিয়া’ কত তারিখে প্রকাশ করা হয়েছিল?

(i) ১৮৬১ (ii) ১৮৭৫ (iii) ১৮৫৮ (iv) ১৮৬২ 

(2). বাংলায় কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?

(i) ড্রিংকওয়াটার বেথুন (ii) উইলিয়াম জোনস (iii) লর্ড রিপন (iv) ডেভিড হেয়ার

(3). কে ব্রহ্মসভার প্রথম সচিব ছিলেন?

(i) তারাচাঁদ চক্রবর্তী (ii) চন্দ্রশেখর দেব (iii) দ্বারকানাথ ঠাকুর (iv) প্রসন্নকুমার ঠাকুর

(4). ভারত সভার প্রতিষ্ঠাতা কে?

(i) রাজা রামমোহন রায় (ii) এ ও হিউম (iii) এস এন ব্যানার্জি (iv) ডাব্লিউ সি ব্যানার্জি

(5). ভারতের কোথায় জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে?

(i) কোঙ্কন উপকূল (ii) মালাবার উপকূল (iii) করমন্ডল উপকূল (iv) গুজরাট উপকূল   

(6). ভারতের কোথায় খনিজ তেল আবিষ্কৃত হয়?

(i) ডিগবয় (ii) সুর্মা ভ্যালি (iii) নাহারকাটিয়া (iv) রুদ্রসাগর  

(7). নিম্নে উল্লেখিত কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল উৎপন্ন করা যায়?

(i) নারকেল (ii) চিনা বাদাম (iii) তিল (iv) সর্ষে 

(8). ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয়__

(i) শস্য (ii) ভ্রূণ (iii) বীজত্বক (iv) সাসপেন্সার  

(9). ভারতীয় পঞ্চায়েতে কয়টি স্তর বর্তমান?

(i) দুই-স্তরীও (ii) এক-স্তরীও (iii) তিন-স্তরীও (iv) চার-স্তরীও

(10). সংবিধানে কত রকম জরুরি অবস্থার কথা বলা হয়েছে?

(i) দুই (ii) শুন্য (iii) চার (iv) তিন

ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, এই বইগুলি পড়লে ১০০ শতাংশ পাশ করবেন

Ans: (1) ১৮৭৫ (2) উইলিয়াম জোনস (3) তারাচাঁদ চক্রবর্তী (4) এস এন ব্যানার্জি (5) গুজরাট উপকূল (6) ডিগবয় (7) নারকেল (8) শস্য (9) তিন-স্তরীও (10) তিন.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button