PSC Clerkship Practice Set 32: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship 2023 পরীক্ষার জন্য একদম নতুন 32 তম প্র্যাক্টিস সেট আপলোড করা হল। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে প্রতিদিন নতুন নতুন প্র্যাক্টিস সেট গুলিতে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যারা ইতিমধ্যেই 31 টি প্রাকটিস সেটে অংশগ্রহণ করে ফেলেছেন, তারা দ্রুত চোখ বুলিয়ের নিন। 

(১). সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে?

(i) অজিত সিং (ii) লালা হরদয়াল (iii) পি মিত্র (iv) লালা লাজপৎ রায়   

(2). ১৯১৯ সালের আইন __ নামে পরিচিত ছিল?

(i) মরলে মিন্টো অ্যাক্ট (ii) রাওলাট অ্যাক্ট (iii) সাইমন অ্যাক্ট (iv) মন্ট ফোর্ড  অ্যাক্ট    

(3).  “বিপ্লব দীর্ঘজীবী হোক” ধ্বনি কে তুলেছিল? 

(i) রাজবিহারী বসু (ii) ভগৎ সিং (iii) লালা লাজপৎ রায় (iv) এম এন রায়       

(4). “স্বরাজ  আমার জন্মগত অধিকার” বলেছিলেন __

(i) বিপিন চন্দ্র পাল (ii) বালগঙ্গাধর তিলক (iii) মহাত্মা গান্ধী (iv) লালা লাজপৎ রায়             

(5). এপ্রিল মাসে কোন জায়গায় ঝড়বৃষ্টির  আশঙ্কা সব থেকে বেশি?

(i) পশ্চিমবঙ্গ (ii) অসম (iii) রাজস্থান (iv) বিহার  

(6). তামিলনাড়ু উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণ কি? 

(i) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু (ii) দক্ষিণ পূর্ব আয়ন বায়ু (iii) অক্লুসান (iv) পশ্চিমী ঝঞ্ঝা      

(7). সৌর শক্তির প্রধান কারণ কি?

(i) রাসায়নিক বিক্রিয়া (ii) নিউক্লিয়ার ফিউশন  (iii) হাইড্রোজেন দহন (iv) নিউক্লিয়ার ফিশন  

(8). হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি করা হয়? 

(i) নিউক্লিয়ার ফিউশন (ii) নিউক্লিয়ার ফিশন (iii) নিউক্লিয়ার এক্সপ্লেশন (iv) কোনোটিই নয়  

(9). সমাজ উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল? 

(i) বেকার সমস্যা সমাধান করো (ii) গ্রামের লোকদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা (iii) গ্রামের লোকদের মধ্যে আত্মনির্ভরশীলতা এবং উদ্যোগে সৃষ্টি করা (iv) এই পক্ষগুলি সব কয়টি    

(10). সমাজ উন্নয়ন কর্মসূচিতে সরকার কি কি সাহায্য প্রদান করেছিল?

(i) শুধুমাত্র প্রযুক্তিগত সাহায্য (ii) শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য (iii) A ও B উভয়ই (iv) কোনোটিই নয় 

Ans: (1) লালা হরদয়াল (2) মন্ট ফোর্ড  অ্যাক্ট (3) ভগৎ সিং (4) বালগঙ্গাধর তিলক (5) বিহার (6) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু (7) নিউক্লিয়ার ফিউশন (8) নিউক্লিয়ার ফিউশন (9) গ্রামের লোকদের মধ্যে আত্মনির্ভরশীলতা এবং উদ্যোগে সৃষ্টি করা   (10) A ও B উভয়ই.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button