SSC GD Constable Practice Set 33: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

প্রতিদিনের মতো আজকেও আমরা সম্পূর্ণ নতুন SSC GD Constable Practice Set আপলোড করলাম। এই প্র্যাক্টিস সেট গুলিতে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলি, আমাদের অভিজ্ঞ শিক্ষকরা খুবই যাচাই ও বাছাইয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়। আগত SSC GD চাকরির পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল। আজ আমরা সম্পূর্ণ নতুন Practice Set 33 আপলোড করলাম। আপনারা দ্রুত চোখ বুলিয়ে নিন।  

(১). প্রথম বৌদ্ধ সাহিত্য বা শিক্ষার জীবক উল্লেখ ছিল কোথায়?

(i) রাজা (ii) বোধি সেবা (iii) চিকিৎসক (iv) বণিক  

(2). বৌদ্ধ ধর্মতত্ত্ব উল্লেখিত__

(i) শতপথ  (ii) জাতক (iii) ধম্মপদ (iv) উপনিষদ   

(3). জৈনদের আদি ধর্মগ্রন্থের নাম কি ছিল?

(i) নিগ্রন্থ (ii) জিন (iii) অরহন্ত (iv) তীর্থঙ্কর     

(4). ত্রিপিটক এর অন্তর্গত নয়__

(i) বিনয় (ii) জাতক (iii) অভিধম্ম (iv) সুও 

(5). পূর্ব কলকাতার জলাভূমিকে কি নামে ডাকা হয়?

(i) বায়োস্ফিয়ার রিজার্ভ (ii) রামসার সাইট (iii) জাতীয় উদ্যান (iv) রিজার্ভ ফরেস্ট 

(6). পশ্চিমবঙ্গের সুন্দরবনকে “ওয়ার্ল্ড হেরিটেজ সাইট” করা হয়েছে কত সালে?

(i) ১৯৮৯ (ii) ১৯৯৯  (iii) ১৯৬৯  (iv) ১৯৭৯   

(7). রাডার মূলত কি কাজে ব্যবহৃত হয়?

(i) বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করতে (ii) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে    (iii) কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে (iv) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে   

(8). কোন কারণের জন্য জল কৌশিক নল বেয়ে উপরে ওঠে যায়?

(i) পৃষ্ঠটান (ii) স্থিতিস্থাপকতা (iii) জলের ঘনত্ব  (iv) সান্দ্রতা 

(9). আই.আর.ডি.পি 

(i) ইন্টিগ্রেটেড রোড ডেভেলাপমেন্ট প্রোগ্রাম       (ii) ইন্টিগ্রেটেড রুবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম  (iii) ইন্টিগ্রেটেড রিজিওনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (iv) এদের কোনোটিই নয়  

(10). স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কোন সালে?

(i) ১৯৫১ (ii) ১৯৪৯ (iii) ১৯৬২ (iv) ১৯৫২     

Ans: (1) চিকিৎসক (2) ধম্মপদ (3) নিগ্রন্থ (4) জাতক (5) রামসার সাইট (6) ১৯৮৯ (7) কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় (8) পৃষ্ঠটান (9) ইন্টিগ্রেটেড রুবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (10) ১৯৫২। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button