WBPSC Food SI Practice Set 29: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমরা WBPSC Food SI এর 29 তম প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে প্রত্যেকটি প্রশ্ন অনেক যাচাই বাছাই করার পর নির্বাচন করা হয়।এই প্রশ্ন গুলি আগত পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করলেই বুঝতে পারবেন কোন জায়গা গুলি থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। আপনি যদি নূন্যতম 100টি প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করলেই, যেকোনো পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পাবেন। সাথে সাথে আপনি যদি অংক এবং GI এ একটু পারদর্শী হন তাহলে, আপনি সহজেই একটি পরীক্ষা ক্রাক করতে পারবেন।  

(1). পারগল খানের আমলে কোন কাব্যগ্রন্থের বাংলাতে অনুবাদ শুরু হয়?

(i) মহাভারত (ii) রামায়ণ (iii) ব্রাহ্মসূত্র (iv) উপনিষদ

(2). ভারত আক্রমণে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন?

(i) সিকান্দার লোদী (ii) ইব্রাহিম লোদী (iii) সের খা (iv) দৌলত খাঁ লোদী

(3). নিম্নলিখিত কে ‘ দ্বীন-ই-ইলাহী’ র সদস্য হন?

(i) টোডোরমল (ii) রাজা মানসিং (iii) রাজা বীরবল (iv) তানসেন

(4). কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল?

(i) ১৭৬৭ খ্রিস্টাব্দে (ii) ১৬০৫ খ্রিস্টাব্দে (iii) ১৫৫৬ খ্রিস্টাব্দে (iv) ১৭৫৭ খ্রিস্টাব্দে 

(5). নব্য বঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন?   

(i) রাজা রামমোহন রায় (ii) ডিরোজিও (iii) ডেভিড হেয়ার (iv) দেবেন্দ্রনাথ ঠাকুর

(6). ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?

(i) রাজা রামমোহন রায় (ii) ডিরোজিও (iii) ডেভিড হেয়ার (iv) দেবেন্দ্রনাথ ঠাকুর

(7). ডুরান্ড রেখা কোন দুই দেশের সীমানা নির্ধারণ করে?

(i) ভারত ও তীব্বত (ii) ভারত ও চীন (iii) ভারত ও আফগানিস্তান (iv) ভারত ও ভুটান

(8). আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করিয়াছে __

(i) ডানকান প্রণালী (ii) ১০ ডিগ্রি চ্যানেল (iii) নাইন ডিগ্রী চ্যানেল (iv) কোকো চ্যানেল

(9). প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে?

(i) 10 (ii) 20 (iii) 30 (iv) 40

(10). কোন রাশির একক ডাইন সেকেন্ড?

(i) ভরবেগ (ii) বল (iii) ক্ষমতা (iv) শক্তি

Ans: (1). মহাভারত, (2) মেগাস্থানিস, (3) রাজা বীরবল, (4) ১৫৫৬ খ্রিস্টাব্দে, (5) ডিরোজিও, (6) রাজা রামমোহন রায়, (7) ভারত ও আফগানিস্তান, (8) ১০ ডিগ্রি চ্যানেল, (9) 20 টি, (10) ভরবেগ.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button