ICDS Anganwadi Practice Set 25: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন

ICDS Anganwadi Worker and Helper 2023 পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শীগ্রই প্রকাশিত হতে চলেছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা এই পদে চাকরি করতে চাইছেন, তাদেরকে এখন থেকে প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের প্রস্তুতির পাশে আমরা রয়েছি। তাই প্রতিদিন অন্তত একটি করে হলেও প্রাকটিস সেটের ব্যবস্থা করে চলেছি। আপনারা আপনাদের সেল্ফ স্টাডির পাশাপাশি প্রতিদিন একটি করে প্রাকটিস সেটে অংশগ্রহণ করুন।

(1). উলগুলান আদিবাসী বিদ্রোহ কার নেতৃত্বে গড়ে উঠেছিল?

(i) রানাডে (ii) বিরসা মুন্ডা (iii) কোরা মাল্য (iv) কোন্ডা ডোরা

(2). তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? 

(i) বাংলা (ii) দিল্লি (iii) তেলেঙ্গানা (iv) মালাবার    

(3). তিতুমীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

(i) ফারাজি (ii) ওয়াহাবি (iii) আইমদিয়া (iv) আলীগড় 

(4). উল গুলানের নেতা ছিলেন –

(i) গয়া মুন্ড (ii) জোয়া ভগত (iii) বিরসা মুন্ড  (iv) দিগম্বর বিশ্বাস

(5). কানাডা ড্যাম কোন নদীর উপর অবস্থিত?

(i) ময়ূরাক্ষী (ii) কাসাই (iii) কেলেঘাই (iv) দামোদর  

(6). চাচাই, চিত্রকূট ও কেন্টন জলপ্রপাত গুলি কোন রাজ্যে অবস্থান করছে?

(i) অন্ধ্রপ্রদেশ (ii) পশ্চিমবঙ্গ (iii) উত্তর প্রদেশ   (iv) মধ্যপ্রদেশ   

(7). ব্যাকটেরিওফাজ কি?

(i) রোগ সৃষ্টিকারী ছত্রাক (ii) একটি ভাইরাস   (iii) ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া (iv) কৃত্রিম পুষ্টির মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম       

(8). একজন পুরুষের শরীরে মোট রক্তের পরিমাণ__

(i) 2 লিটার (ii) 10 লিটার (iii) 5 লিটার (iv) 1লিটার      

(9). ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন__

(i)  উপরাষ্ট্রপতি (ii) প্রধানমন্ত্রী (iii) রাষ্ট্রপতি (iv) স্বরাষ্ট্রমন্ত্রী 

(10). – অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে?

(i) কেবলমাত্র রাজ্য সভায় (ii) কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায় (iii) কেবলমাত্র লোকসভায় (iv) পার্লামেন্টের যে কোন কক্ষে   

Ans: (1) বিরসা মুন্ডা (2) বিবেকানন্দ (3) বি এম মালাবারি (4) বিরসা মুন্ড (5) ময়ূরাক্ষী (6) মধ্যপ্রদেশ (7) একটি ভাইরাস (8) 5 লিটার (9)উপরাষ্ট্রপতি (10) কেবলমাত্র লোকসভায়। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button