Home কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 11th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 11th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

0
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 11th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 11th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

WBPSC food SI পরীক্ষা হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। Clerkship পরীক্ষা হতেও আর খুব বেশী সময় বাকি নেই। SSC GD constable আবেদন সম্ভবত ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে।  সামনে এতো গুলি চাকরির পরীক্ষা তাই যেকোনো একটিতে কোয়ালিফাই করার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। 

‘সুলতান অফ ওয়ার্ল্ড কাপ ২০২৩’ তে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতলো?

(i) রুপো (ii) সোনা (iii) ব্রোঞ্জ (iv) কোনোটাই না

Association of mutual fund india র নতুন CEO হিসেবে থাকেন যুক্ত করা হলো?

(i) রাজেন্দ্র সিং ভাল্লা (ii) ভেঙ্কাট রাও রেড্ডি (iii) উর্জিত প্যাটেল (iv) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি

India US defence acceleration system এর প্রথম বিনিয়োগকারী বৈঠক কোথায় আয়োজিত করা হলো?

(i) মুম্বাই (ii) নয়াদিল্লি (iii) বোস্টন (iv) ওয়াশিংটন ডিসি

‘প্যারিস মাস্টার’ শিরোপা জিতলেন কোন লন টেনিস খেলোয়াড়? 

(i) কার্লোস আলকারাজ (ii) গ্রিগড় দিমিত্রভ(iii) আন্দি মারে (iv) লোভাক জেকোভিচ

সম্প্রতি কার সহযোগিতায় কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ কৃষি ২৪/৭ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে?

(i) TCS (ii) Tech Mahindra (iii) NITI Aayog (iv) Wadhwani Institute 

সম্প্রতি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ‘আবুয়া বীর দিশা অভিযান’ চালু করেছে?

(i) ঝাড়খন্ড (ii) কেরালা (iii) পশ্চিমবঙ্গ (iv) ওড়িশা

 সম্পতি NATO অনুষ্ঠানিকভাবে ‘cold war security treaty’ স্থগিত করলো, NATO র সদর দপ্তর কোথায় অবস্থিত?

(১) বার্লিন (২) প্যারিস (৩) ব্রাসেলস (৪) লন্ডন

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের কোন রাজ্যে বারটি GST সেবা কেন্দ্র চালু করল?

(১) গুজরাট (২) হরিয়ানা (৩) আসাম (৪) মধ্যপ্রদেশ

সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের কোন জাহাজটিকে বন্ধ করা হয়েছে? 

(i) সংগ্রাম (ii) সাগর শক্তি (iii) আচল (iv) প্রবাল

NASA র Curiosity Rover মহাকাশের কোন বস্তু অধ্যয়ন করার জন্য চালু করা হয়েছিল?

(i) মঙ্গল (ii) সূর্য (iii) বৃহস্পতি (iv) বুধ 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here