SSC GD Constable Practice Set 43: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজ আমরা আমাদের ওয়েবসাইটে SSC GD Constable সেশানের 43 তম প্রাকটিস set আপলোড করা হল। আপনারা যারা ইতিমধ্যেই 42 টি SSC GD Constable এর প্রাকটিস সেটে অংশগ্রহণ করে ফেলেছেন, তাদেরকে আমাদের এই নুতুন SSC GD Constable Practice Set 43 তম প্রাকটিস সেট টিকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। 

(১). মধ্যযুগে কোন মুসলিম ধর্মাত্মাকে মুসলমান হিন্দু সকলেই শ্রদ্ধা বা পূজা করত? 

(i) নিজামুদ্দিন আউলিয়া (ii) কবীর (iii) শেখ কুতুবউদ্দিন (iv) সেলিম চিস্তি

(2). দিল্লির লোদী সুলতানগন কোন জাতের ছিলেন?

(i) পারসিক (ii) তুর্কি (iii) আফগান (iv) আরব           

(3). জিতল, শাসগনি ও টঙ্কা – সুলতানি আমলের এই তিন মুদ্রা কোন ধাতুর মাধ্যমে তৈরি করা হয়?

(i) সোনা তামা সিসা (ii) তামা রুপা রুপা (iii) রুপা সোনা রুপা (iv) রুপা সোনা তামা          

(4). কোন শাসক প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন?

(i) মোহাম্মদ বিন তুঘলক (ii) আলাউদ্দিন খিলজি (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) গিয়াসউদ্দিন বলবন         

(5). আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় নিন্মেউল্লেখিত কোন স্থান থেকে?

(i) ফালুট (ii) সান্দাকফু (iii) কালিম্পং (iv) দার্জিলিং      

(6). জলপাইগুড়ি গড়ে উঠেছে কোন নদীর তীরে?

(i) তিস্তা ও জলঢাকা (ii) তিস্তা ও করলা (iii) তিস্তা ও রায়ডাক (iv) জলঢাকা ও তোরসা          

(7). এলপিজি সিলিন্ডারের মধ্য কোন গ্যাস থাকে?

(i) বিউটেন ও প্রোপেন (ii) বিউটেন ও আইসোবিউটেন (iii) বিউটেন আইসোবুটেন ও প্রোপেন (iv)আইসবিউটেন ও প্রোপেন

(8). জাপানে মিনামাটা রোগ কি কারনে হয়েছিল?

(i) পারদ (ii) ইউরেনিয়াম (iii) আর্সেনিক (iv) ক্যাডমিয়াম   

(9). রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন ২০০৪ এর উদ্দেশ্য কি?

(i) রাজস্ব ঘাটতি কমানো (ii) আয় ঘাটতি কমানো (iii) ২০১১ সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের GDP-র ৫০ শতাংশের বেশি না রাখা (iv) উপরের সবগুলিই  

(10). কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় কিসের অন্তর্ভুক্ত নয়?

(i) Economic Sarvice -এর উপর ব্যয় (ii) প্রতিরক্ষা ব্যয় (iii) রাজ্যগুলি অনুদান (iv) Social এবং Community 

Ans: (1) নিজামুদ্দিন আউলিয়া (2) আফগান (3) তামা রুপা রুপা (4) গিয়াসউদ্দিন বলবন (5) ফালুট (6) তিস্তা ও করলা (7) বিউটেন আইসোবুটেন ও প্রোপেন (8) পারদ(9) উপরের সবগুলিই(10) প্রতিরক্ষা ব্যয়। 

Join Whatsapp Group – Click Here

Join Telegram Channel – Click Here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button