WBPSC Food SI Practice Set 85, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

আমরা এখনো পর্যন্ত আমাদের কথা রেখেছি। প্রতিদিন নিয়ম করে আগত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর 2023 পরীক্ষার স্পেশাল প্র্যাক্টিস সেট দিয়ে চলেছে। যে প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা নির্বাচিত। বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে কমন আসার সম্ভাবনা প্রবল। তাই নিজের প্রকৃত প্রস্তুতির সাথে সাথে প্রতিদিন অন্তত একটি করে হলেও Practice Set এ চোখ বুলিয়ে রাখুন। 

(১). বৌদ্ধধর্ম মতে সকল দুঃখের প্রধান কারণ কি? 

(i) কাম (ii) মায়া  (iii) ক্রোধ (iv) তৃষ্ণা   

(2). বুদ্ধদেবের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক  ছিলেন__

(i) নচিকেতা (ii) কৌটিল্য (iii) জীবক (iv) চরক     

(3). বুদ্ধচরিতের রচয়িতা __

(i) অশ্ব ঘোষ (ii) বুদ্ধ ঘোষ (iii) পানিনি (iv) নাগার্জুন 

(4). গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন?

(i) শ্রাবন্তী (ii) বুদ্ধগয়া (iii) বৈশালী (iv) সারনাথ  

(5). ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী গত দুই বছরে কোন রাজ্যে বনভূমির বৃদ্ধি ঘটেছে? 

(i) পশ্চিমবঙ্গ (ii) তামিলনাড়ু (iii) মহারাষ্ট্র (iv) কেরালা 

(6). কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী, 2টি প্রজাতি বহুদিন ধরে বাস্তুতন্ত্রের __ অংশে থাকতে পারে না। 

(i) হ্যাবিট্যাক (ii) বায়োম (iii) নিচ (iv) টেরিটরি  

(7). কোনটি মৌলিক পদার্থ?

(i) জল (ii) খাদ্য লবণ (iii) কাচ (iv) গ্রাফাইট     

(8). কোনটি ধাতু নয়?

(i)  পারদ (ii) প্লাটিনাম (iii) সিলিকন (iv) নিকেল   

(9). দারিদ্র দূরীকরণের জন্য __ প্রকল্পটি গরীবদের প্রভূত সহায়তা করেছে?

(i) ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প (ii) জওহর রোজগার যোজনা (iii) কাজের বিনিময়ে (iv) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্প 

(10). ভারতবর্ষে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ আইনত ভাবে নিষিদ্ধ? 

(i) ১৭ বছর (ii) ১২ বছর (iii) ১০ বছর (iv) ১৪ বছর 

Ans: (1) তৃষ্ণা (2) জীবক (3) অশ্ব ঘোষ (4) সারনাথ (5) পশ্চিমবঙ্গ (6) নিচ (7) গ্রাফাইট (8) সিলিকন (9) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্প  (10) ১৪ বছর

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button