29 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

কথামতো আজকেও 29 December 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। আপনারা যারা এতো দিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেশানটিকে ফলো করেছেন, তারা দ্রুত আজকের অর্থাৎ 29 December 2023 কারেন্ট অ্যাফেয়ার্স চেক করে নিন। 

সম্প্রতি CISF এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) নিনা সিং (ii) অবনীশ দয়াল (iii) রাহুল দলপতি (iv) সন্দীপ তালুকর

প্রধান সচিবের তৃতীয় জাতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করতে চলেছে?

(i) দ্রৌপদী মুর্মু (ii) অমিত শাহ (iii) এস জয়শঙ্কর (iv) নরেন্দ্র মোদি

এই প্রথমবারের জন্য তেল কেনার জন্য কোন দেশকে ভারত সরকার রুপিতে টাকা প্রদান করল?

(i) ইরান (ii) সৌদি আরব (iii) UAE (iv) রাশিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কোন খেলোয়াড় সব থেকে বেশি রান করেছে?

(i) বিরাট কোহলি (ii) রোহিত শর্মা (iii) লোকেশ রাহুল (iv) আজিঙ্কা রাহানে

সম্প্রতি কোন রাজ্যের পুলিশ mission investigation@75 Days লঞ্চ করলো?

(i) Jharkhand (ii) Bihar (iii) Sikkim (iv) Uttrakhand

ভারতের কোন রাজ্য আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের প্রধান অংশীদার?

(i) ওড়িশা (ii) আসাম (iii) উত্তরাখন্ড (iv) বিহার

সাম্প্রতিক কোন দেশ পেট্রোলিয়াম রপ্তানি কারক দেশগুলির সংগঠন OPEC থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল?

১) জর্ডান (২) অ্যাঙ্গোলা (৩) তুর্কি (৪) ইরাক

কোন পুরুষ অ্যাথলেট প্রথমবারের জন্য দিব্যং স্পোর্টস আওয়ার্ডে ভূষিত হলেন?

(১) অঙ্কিত রানা (২) সুমিত আন্তিল (৩) নিরাজ চোপড়া (৪) সন্দীপ চৌধুরী

 সম্প্রতি আসামের গুহাটিতে National Badminton Championship অনুষ্ঠিত হলো। মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতেছে? 

(i) অঙ্কিত রায়না (ii) তানভি শর্মা (iii) আনমোল খর্ব (iv) উপরের কেউ নয়

সম্প্রতি সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘গ্রেট আরব মাইন্ড এওয়ার্ড’ কে জিতলেন?

(i) ভাসিনি লারেডজ (ii) অ্যালেক্স ফর্গুসন (iii) জাস্টিন মেয়র (iv) ব্রুক হ্যাভেন

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button