আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 4th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

প্রথমত আজকেও 4th November 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে গতকালে ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে কভার করবো। নিখুত প্রিপারেশনের জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বোলিয়ে রাখুন।  

সম্প্রতি UNESCO দ্বারা ভারতের কোন শহর ‘City Of Music’ এর মর্যাদা পেল?

(i) কোচিন (ii) গোয়ালিয়র (iii) ভুবনেশ্বর (iv) ইন্দোর

সম্প্রতি কোন ড্রোন কোম্পানি DGCA থেকে সার্টিফিকেট পেল?

(i) Paras defence and a space Technologies (ii) Garuda Aerospace  (iii) Arrow 360 (iv)  Throttle Aerospace systems 

এই প্রথমবারের জন্য AI Safety Summit 2023 কোথায় আয়োজিত হল?

(i) ফ্রান্স (ii) ব্রিটেন (iii) ভারত (iv) মার্কিন যুক্তরাষ্ট্র

‘India International film festival’ এ কে আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন?

(i) অনুরাগ ঠাকুর (ii) অক্ষয় কুমার (iii) অমিতাভ বচ্চন (iv) শেখর কাপুর  

 ২০২৩ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫০ মিটার রাইফেলে 3p ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন?

(i) বৈভব সিং (ii) বিজয় কুমার (iii) সৌরভ চৌধুরী (iv) ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর 

সম্প্রীতি শ্রীলংকার ত্রিনকোমালিতে sbi এর শাখা কে উদ্বোধন করলেন?

(i) নির্মলা সীতারামন (ii) অমিত শাহ (iii) দীনেশ খারা (iv) শক্তিকান্ত দাস  

কে ২০২৩ ব্রিটিশ একাডেমি বুক প্রাইস এ ভূষিত হলেন?

(১) অমিতাভ ঘোষ (২) অঙ্কিতা সিনহা (৩) বিক্রম সেঠ (৪) নন্দিনী দাস

সম্প্রতি ভারতের কোন ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের মহান ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হলো?

(১) ওয়াংখেড়ে স্টেডিয়াম (২) অরুণ জেটলি স্টেডিয়াম (৩) ইডেন গার্ডেন (৪) ব্রেবোর্ন স্টেডিয়াম

Mera Houchongba 2023 কোন রাজ্যে উদযাপন করে?

(i) পাঞ্জাব (ii) গোয়া (iii) মনিপুর (iv) মহারাষ্ট্র

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কে?

(i) মোহাম্মদ শামি (ii) জাসপ্রিত বুমরাহ (iii) রবীন্দ্র যাদেজা (iv) রবিচন্দ্রন অশ্বিন

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button