Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Clerkship Practice Set 20: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship Practice Set 20: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

0
WBPSC Clerkship Practice Set 20: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন
WBPSC Clerkship Practice Set 20: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

রাজ্যে প্রচুর সংখ্যক নিয়োগের দামামা বেজে গেছে। তারমধ্যে WBPSC Clerkship অন্যতম। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগের জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থী এই চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা আপনাদের প্রস্তুতির সুবিদার্থে প্রতিদিন একটি করে Practice Set এর বন্দোবস্ত করে চলেছি। আপনারা সেল্ফ স্টাডির সাথে প্রতিদিন একটি করে প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করে নিজের সাফল্যর সামনের দিকে এগিয়ে যান। 

(১) বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন__

(i) লর্ড ডালহৌসি (ii) লর্ড বেন্টিং (iii) লর্ড রিপন (iv) লর্ড ক্যানিং  

(2). ভারতে পাশ্চাত্য শিক্ষার  সিদ্ধান্ত নিয়েছিলেন__

(i) লর্ড  রিপন (ii) লর্ড কর্নওয়ালিস (iii) লর্ড কার্জন (iv) লর্ড বেন্টিঙ্ক 

(3). সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন__

(i) লর্ড ক্যানিং (ii) লর্ড ডালহৌসি (iii)লর্ড মিন্টো (iv) লর্ড রিপন  

(4). অস্ত্র আইন পাশ করেন__

(i) লড লিটন (ii) লর্ড ডালহৌসি (iii) লর্ড মিন্টো (iv) লট কাজন   

(5). ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল?

(i) হুগলি নদীতে জলের যোগানের বৃদ্ধি (ii) নিম্ন বঙ্গে বন্যা নিয়ন্ত্রণ (iii) বিহারের অন্ত দেশীয় জলপথ পরিবহন (iv) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন  

(6 চিলকা হ্রদ কোথায় অবস্থিত? 

(i) সাধু জলের হ্রদ (ii) নোনা জলের হ্রদ (iii) গ্রীষ্মকালে নোনা জলের রথ (iv) বর্ষাকালে সাধু জলের হ্রদ। 

(7). কর্ণের যে অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে__

(i) ম্যালিয়াস (ii) ওটোলিথ (iii) ককলিয়া (iv) টিম প্যানিক পর্দা 

(8). স্তন্যপায়ী প্রাণীর করোটির স্নায়ুর সংখ্যা কয়টি?

(i) 10টি (ii) 12 জোড়া (iii) 10জোড়া (iv) 12 টি 

(9) প্রজাতান্ত্রিক ভারতবর্ষের প্রথম নাগরিক কে ছিলেন?

(i) ভারতের রাষ্ট্রপতি (ii) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (iii) লোকসভার অধ্যক্ষ (iv) ভারতের প্রধানমন্ত্রী

(10). কত বছর বয়সে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করে?

(i) ৫৮ বছর  (ii) ৫৫ বছর iii) ৬৫ বছর (iv) ৬০ বছর

Ans: (1) লর্ড ডালহৌসি (2) লর্ড বেন্টিঙ্ক (3) লর্ড ক্যানিং (4) লড লিটন (5) হুগলি নদীতে জলের যোগানের বৃদ্ধি (6) নোনা জলের হ্রদ (7) ওটোলিথ (8) 12 জোড়া, (9) ভারতের রাষ্ট্রপতি (10) ৬৫ বছর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here