Today Current Affairs in bengali 11.10.2023: দ্রুত চোখ বুলিয়ে নিন

যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য প্রতিদিনের ন্যায় আজও আমরা ১১ই অক্টোবর ২০২৩ এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে উপস্থিত হলাম। এই নিবন্ধে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে কভার করা হয়েছে। কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া চাকরির প্রার্থীদের দ্রুত এই Daily Current Affairs গুলিতে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

উত্তরপ্রদেশের কোন শহর প্রথম Solar City হতে চলেছে?

(i) বারাণসী (ii) অযোধ্যা (iii) গোরখপুর (iv) লখনৌ

Ans. অযোধ্যা

সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা BHEL এর ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) বাণী ভার্মা (ii) রজত আগরওয়াল (iii) অজয় কাপুর (iv) দীপক ভার্মা

Ans. বাণী ভার্মা

তাঞ্জিনিয়ার প্রথম কোন মহিলা রাষ্ট্রপতি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন?

(i) সিন্ডি কিরো  (ii) এলেন জনসন সারলিফ (iii) সামিয়া সুলুহু হাসান (iv) সুশান ডুগান

Ans. সামিয়া সুলুহু হাসান

সদ্য অনুষ্ঠিত ‘India NCX 2023’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন?

(i) রাহুল আনন্দ (ii) অনুরাগ ঠাকুর (iii) রাজিব সিনহা (iv) অজয় কুমার সুদ

Ans. অজয় কুমার সুদ

সম্প্রতি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রকল্প “Shreshtha” কোন শ্রেণীর ছাত্রদের জন্য শুরু করা হয়েছে?

(i) তপশিলি জাতি (ii) তপশিলি উপজাতি (iii) সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য (iv) অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য

Ans. তপশিলি জাতি

সাম্প্রতিক কোন রাজ্য সরকার এশিয়ান গেমস গেম ২০২৩ এ সোনা জেতার জন্য ভারতীয় হকি টিমের প্রত্যেকটি প্লেয়ারকে ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করল?

(১) কর্ণাটক (২) মহারাষ্ট্র (৩) ওড়িশা (৪) ত্রিপুরা

Ans. ওড়িশা

সম্প্রতি National physically disability 20 Championship কোন দল জিতল?

(১) উত্তরাখন্ড (২) জম্মু-কাশ্মীর (৩) লাদাখ (৪) সিকিম

Ans. জম্মু-কাশ্মীর

এশিয়ান গেমস 2023 এ মহিলা বক্সার প্রীতি পাওয়ার ৫৪ কেজি ক্যাটাগরিতে কোন পদক জিতলো?

(i) সোনা (ii) রুপো (iii) ব্রোঞ্জ (iv) কোনটাই না 

Ans. ব্রোঞ্জ

সম্প্রতি ভারতের কোন জনপ্রিয় ব্যাংক ‘Mobile handheld Device’ লঞ্চ করল?

(১) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (২) ব্যাংক অফ বরোদা (৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (৪) HDFC 

Ans. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button