Food SI Practice Set 62: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

WBPSC Food SI Practice Set 62 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

ইতিমধ্যেই আমাদের Food Sub-Inspector প্রাকটিস সেট সেশণটি অধিক জনপ্রিয়তা পেয়েছে। আমরা প্রচুর ছাত্র-ছাত্রী ও শিক্ষক দের কাছ থেকে একাধিক ফিডব্যাক পেয়েছি। এতো পসিটিভ ফিডব্যাকের কারণের আমরা এই practice Set সেশণ টিকে আরো চালানোর সিদ্ধান্ত নিলাম।

একটি একটি করে ইতিমধ্যেই ৬১ টি প্র্যাক্টিস সেট আমরা আপলোড করে ফেলেছি। আজ আমরা সম্পূর্ণ নতুন 62 তম প্র্যাক্টিস সেট আপলোড করলাম। আপনারা যারা এর আগের সেট গুলিকে অংশগ্রহণ করেননি, তাদেরকে দ্রুত আমাদের “প্রিপারেশন” ক্যাটাগরির মধ্যে গিয়ে আগের প্রাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন আজকের নতুন ও স্পেশাল প্রাকটিস সেটটি দেখে নিন।

(1). হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন?

(i) জওহরলাল নেহেরু (ii) বিদ্যাসাগর (iii) সীতা রামাইয়া (iv) সুভাষচন্দ্র বসু       

(2). ভারতের জাতীয় কংগ্রেসেকে কে “অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা” বলে উপহাস  করেছিলেন?

(i) লর্ড কার্জন (ii) লর্ড ডাফরিন (iii) লর্ড চেমসফোর্ড (iv) লর্ড মিন্টো        

(3) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে  নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষে চরমে  উঠেছিল?

(i) বোম্বাই (ii) কলকাতা (iii) মাদ্রাজ (iv) সুরাট

(4). কংগ্রেসের ___ অধিবেশনে “পূর্ণ স্বরাজ”- এর দাবি তোলা হয়েছিল?

(i) মাদ্রাজ (ii) কলকাতা (iii) বোম্বাই (iv) লাহোর

(5). ভারতিও ল্যাটেরাইট মৃত্তিকা কোন বৈশিষ্ট্য সম্পন্ন?

(i) হিউমাস এ সমৃদ্ধ (ii) লৌহ কণায় সমৃদ্ধ (iii) ইউরেনিয়াম সমৃদ্ধ (iv) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ     

(6). মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকা কি বলা হয়?

(i) খাদার (ii) রেগোলিথ (iii) ভাবর (iv) রেগুর

(7). দৈর্ঘ্যর একক নয় কোনটি?

(i) মাইক্রন (ii) আলোকবর্ষ (iii) রেডিয়ান (iv) AU   

(8). ডাইন সেকেন্ড কোন রাশির একক? 

(i) ভরবেগ (ii) বল (iii) ক্ষমতা (iv) শক্তি 

(9). ভারতের GDP-তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের তা হল __

(i) শিল্পক্ষেত্র (ii) কৃষি ক্ষেত্র (iii) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র (iv) পরিসেবা ক্ষেত্র  

(10). ভারতের সর্বশেষ জনগণনা কোন সালে হয়েছিল?

(i) ১৯৯১ সালে (ii) ২০১১ সালে (iii) ২০০১ সালে(iv) ২০০৫ সালে  

Ans: (1) সুভাষচন্দ্র বসু (2) লর্ড ডাফরিন (3) সুরাট (4) লাহোর (5) লৌহ কণায় সমৃদ্ধ (6) রেগুর(7) রেডিয়ান (8) ভরবেগ (9) পরিসেবা ক্ষেত্র (10) ২০১১ সালে

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button