ICDS Anganwadi Practice Set 27: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set 27: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

রাজ্যজুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের তোড়জোড় চলছে। আপনারা যারা ICDS Anganwadi worker and helper চাকরি করতে চাইছেন, তাদেরকে এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই আমরা আপনাদের সুবিদার্থে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। যে প্র্যাকটিসের গুলিতে দেওয়া প্রশ্ন গুলি, আগত ICDS পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই সময় নষ্ট না করে নিজের সেল্ফ স্টাডির পাশাপাশি প্রতিদিন এই প্র্যাকটিসে গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). ইংরেজি শিক্ষাকে উচ্চ শিক্ষার প্রধান মাধ্যম করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?

(i) লর্ড মিন্টো (ii) লর্ড ওয়েলেসলি (iii) লর্ড ক্যানিং (iv) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(2). ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে?  

(i) চক্রবর্তী রাজা গোপালাচারী (ii) রাজেন্দ্র প্রসাদ (iii) জহরলাল নেহেরু (iv) উপরের কেউ না     

,

(3). অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?

(i) ওয়ারেন হেস্টিংস (ii) লর্ড ওয়েলেসলি (iii) লর্ড মিন্টো (iv) লর্ড কর্নওয়ালিস 

(4). বাংলার দ্বৈত সরকার খারিজ করেন কে?

(i) হলওয়েল (ii) ক্লাইভ (iii) লর্ড কর্নওয়ালিস  (iv) ওয়ারেন হেস্টিংস 

(5). গঙ্গা নদী __ এর মাধ্যমে সমুদ্রের পতিত হয়।

(i) বদ্বীপের মাধ্যমে (ii) মোহনার মাধ্যমে (iii) পাখির পায়ের মতো দেখতে মোহনার মাধ্যমে (iv) কোনোটিই নয়   

(6). ভাকরানাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত?

(i) শতদ্রু (ii) ঝিলাম (iii) সিন্ধু (iv) বিপাশা   

(7). মানুষের শরীরের সবথেকে কঠিন বস্তু কোনটি? 

(i) এনামেল (ii) ডেন্টাইন (iii) নখ (iv) অস্থি   

(8). কুলিস ফ্রাকচার নিম্নে উল্লেখিত কার সাথে যুক্ত?

(i) রেডিয়াস (ii) আলনা (iii) ফিমার (iv) হিউমেরাস     

(9). কে রাজ্য সবার চেয়ারম্যান? 

(i) রাষ্ট্রপতির মনোনীত সদস্য (ii) বিরোধী দল নেতা (iii) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য (iv) ভারতের উপরাষ্ট্রপতি

(10). ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়?

(i) ক্যাবিনেট মন্ত্রী (ii) ভারতের জনগণ দ্বারা iii) এমএলএ এবং এমপিদের দ্বারা (iv) এমপিদের দ্বারা

Ans: (1) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (2) চক্রবর্তী রাজা গোপালাচারী (3) লর্ড ওয়েলেসলি (4) ওয়ারেন হেস্টিংস (5) বদ্বীপের মাধ্যমে (6) শতদ্রু (7) এনামেল (8) রেডিয়াস (9) ভারতের উপরাষ্ট্রপতি (10) এমএলএ এবং এমপিদের দ্বারা

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button