23rd November 2023 এর Current Affairs, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

23rd November 2023 এর Current Affairs, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা নিশ্চই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখছেন? যারা ডেইলির কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি প্রস্তুত করে রাখছেন না, তাদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে। কারণ বর্তমানে একটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স অপরিহার্য। তাই একটি চাকরি পেতে গেলে অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন চোখ বুলিয়ে রাখুন। 

ভ্যাকলভ হ্যাভেল সেন্টার কর্তৃক প্রথমবারের জন্য ‘lifetime disturbing the Peace award’ সম্মানিত হলেন কোন লেখক? 

(i) রাস্কিন বন্ড (ii) সালমান রুশদি (iii) ঝুম্পা লাহিরি (iv) চেতন ভগত

সাম্প্রতিক কোন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা ভারতে প্রথমবারের জন্য LNG চালিত ট্রাক চালু করল?

(i) মাহিন্দ্রা (ii) টাটা (iii) মারুতি সুজুকি (iv) অশোক লেল্যান্ড

পুরুষ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ বিশ্বকাপে কোন খেলোয়ার সব থেকে বেশি সতরন করেছেন?  

(i) হেড (ii) স্টিভ স্মিথ (iii) কুইন্টন ডি কক (iv) গ্লেন ম্যাক্সওয়েল

সম্প্রতি পাওয়া খবর অনুসারে জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে কোন ক্রিকেটারের মোমের মূর্তি স্থাপিত হতে চলেছে?

(i) বিরাট কোহলি (ii) রোহিত শর্মা (iii) রবীন্দ্র জাদেজা  (iv) মোঃ শামী

SPG বা স্পেশাল প্রটেকশন গ্রুপের নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?

(i) অপরেশ শর্মা (ii) অলোক শর্মা (iii) সরোজ গোয়েল (iv) অনুপম সান্যাল

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ কোন ভারতীয় স্পিনার সবথেকে বেশি উইকেট নিয়েছেন?

(i) অক্ষর প্যাটেল (ii) রবীন্দ্র জাদেজা (iii) কুলদীপ যাদব (iv) রবিচন্দ্রণ অস্বীন

সম্প্রতি প্রয়াত জনপ্রিয় চন্দ্র মোহন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? 

(১) ক্রিকেটার (২) অভিনেতা (৩) সমাজকর্মী (৪) গায়ক

বর্তমানে চলতে থাকা ‘SAAB’ ডিফেন্স কোম্পানিটি কোন দেশের?

(১) তুরস্ক (২) ব্রাজিল (৩) ফিনল্যান্ড (৪) সুইডেন

সম্প্রতি উত্তরপ্রদেশের চারবাগে নিজস্ব রেলকোচ রেস্তোরাঁ চালু হয়েছে, বর্তমানে কোন রেলওয়ে স্টেশন নিজস্ব রেস্তোরাঁ পেতে চলেছে?

(i) আগ্রা (ii) বারাণসী (iii) মিরাট (iv) গোমতিনগর 

World philosophy day কত তারিখে পালন করা হয়েছে?

(১) 16ই নভেম্বর (২) 18ই নভেম্বর (৩) 21শে নভেম্বর (৪) 23শে নভেম্বর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button