Today Current Affairs In Bengali 13th October 2023, দ্রুত চোখ বুলিয়ে নিন

প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। একজন চাকরিপ্রার্থী Current Affairs এর প্রস্তুতি ছাড়া কোনো ভাবেই কম্পিটিটিভ পরীক্ষায় উর্তীর্ণ হতে পারবে না। তাই আপনাদের সুবিদার্থে আমাদের স্পেশাল টিমের তরফ থেকে প্রতিদিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ টপিক গুলি আলোচনা করি।

আজ আমরা 13th October 2023 এর Current Affairs নিয়ে উপস্থিত হলাম। আপনারা যারা সামনে WBCS Group C Interview, wbpsc Food si, icds, tet, bank, etc. পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা দ্রুত Today Current Affairs দেখে নিন। 

সম্প্রতি ইসরাইলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত কোন অপারেশন লঞ্চ করলো?

(i) অপারেশন কাবেরী (ii) অপারেশন অজয় (iii) অপারেশন জয় (iv) অপারেশন আটকা

Ans. অপারেশন অজয়

সম্প্রতি ইন্দো আমেরিকার চেম্বার অফ কমার্সের জাতীয় সভাপতি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?

(i) পঙ্কজ বোহরা (ii) অনিল সিনহা (iii) দীপক কুমার  (iv) রাজিব অবস্থি

Ans. পঙ্কজ বোহরা

‘ Sultan of Johar cup ‘ কোন খেলার সঙ্গে যুক্ত?

(i) ফুটবল (ii) হকি (iii) কবাডি (iv) ক্রিকেট 

Ans. হকি

“The book of life: my dance with Buddha for success” এই বইটির লেখক কে?  

(i) চেতন ভগত (ii) রাকেশ ত্রিপাঠি (iii) বিমল রায় (iv) বিবেক অগ্নিহোত্রী 

Ans. বিবেক অগ্নিহোত্রী

ভারত পরবর্তী পাঁচ বছরে খেলাকে প্রমোট করার জন্য কত কোটি টাকা ধার্য বা স্যাংশন করলো?

(i) 2000 কোটি টাকা (ii) 2500 কোটি টাকা (iii) 3000 কোটি টাকা (iv) 4000 কোটি টাকা

Ans. 3000 কোটি টাকা 

সম্প্রতি কোন রাজ্যে সেতু বন্ধন প্রকল্পের অধীনে সাতটি সেতুর জন্য ১১৮.৫০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে?

(১) বিহার (২) উত্তর প্রদেশ (৩) উত্তরাখান্ড (৪) অরুণাচল প্রদেশ

Ans. অরুণাচল প্রদেশ

সম্প্রতি AMFI( Association of mutual fund in India) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

(১) Rabindra Sharma (২) Navneet Agarwal (৩) Navneet monot (৪) Nimesh Mal

Ans. Navneet monot

এবারের 8th BRICS International Competition Conference ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

(i) চেন্নাই (ii) নিউ দিল্লি (iii) ভোপাল (iv) লখনৌ

Ans. নিউ দিল্লি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

(১) ৯ অক্টোবর (২) ১০ অক্টোবর (৩) ৬ অক্টোবর (৪) ৭ অক্টোবর 

Ans. ১০ অক্টোবর

2029 Asian Winter Games কোথায় অনুষ্ঠিত হবে?

(১) কাতার (২) মালয়েশিয়া (৩) সৌদি আরব (৪) সংযুক্ত আরব এমিরেটস 

Ans. সৌদি আরব

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button