11 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সময় কখনোই current affairs কে এড়িয়ে চলা উচিৎ নয়। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রস্তুতি নেওয়া উচিৎ। আজকে আমরা 11 December 2023 Current Affairs আলোচনা করবো। আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন।

সম্প্রতি কোন রাজ্যের গ্রাম পঞ্চায়েত Ama Bank Scheme লঞ্চ করলো?

(i) রাজস্থান (ii) আসাম (iii) মহারাষ্ট্র (iv) ওড়িশা

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়?

(i) 7 ডিসেম্বর (ii) 5 ডিসেম্বর (iii) 9 ডিসেম্বর (iv) 10  ডিসেম্বর

2023 Global Climate Performance Index এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) 7 (ii) 4 (iii) 9 (iv) 8

World Weightlifting Championship 2026 কোথায় অনুষ্ঠিত হবে?

(i) কানাডা (ii) চীন (iii) জার্মানি (iv) ভারত 

সংস্কৃতিক পর্যটন সম্পর্কিত ষষ্ঠ আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?

(i) কলকাতা (ii) দিল্লি (iii) বারাণসী (iv) মুম্বাই

সম্প্রতি ভারতকে ভোটে পরাজিত করে UNESCO র ভাইস চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) ভারত (ii) পাকিস্তান (iii) শ্রীলংকা (iv) বাংলাদেশ

Best personality empowerment of differently abled এর জাতীয় পুরস্কার কে পেলেন?

১) অভয় শর্মা (২) আকাশ শর্মা (৩) প্রশান্ত আগরওয়াল (৪) তপন বৈদ্য 

 Max Life Insurance কোম্পানির নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

(১) অজয় শর্মা (২) অক্ষতা কৃষ্ণমূর্তি (৩) অক্ষতা শর্মা  (৪) রাজিব আনন্দ

নাগাল্যান্ড ২০২৩ সালে কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছে?

(i) ৬১ তম (ii) ৬২ তম (iii) ৬৩ তম (iv) ৬৪ তম

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button