ICDS Anganwadi Practice Set 19: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এই প্র্যাকটিস সেট গুলি আপনার প্রস্তুতিতে বিশেষ সাহায্য করতে চলেছে। কারণ প্র্যাকটিস সেটে আলোচিত প্রশ্নপত্র গুলি বহু অ্যানালাইসিস করার পর দেওয়া হয়েছে। আজকের প্র্যাক্টিস সেট দেখে নিন। 

(1). ‘সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝানো হয়েছে?

(i) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান (ii) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী (iii) এক প্রকার অভিবাদন (iv) উপরের কোনোটিই নয়  

(2). ইবন বতুতা __ শাসকের রাজত্বকাল ভারতে আসেন ?

(i) আলাউদ্দিন খলজি (ii) মোহাম্মদ বিন তুঘলক (iii) আকবর (iv) ইলতুৎমিস

(3). দিল্লির __ সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?

(i) মোহাম্মদ বিন তুঘলক (ii) ইলতুৎমিস (iii) বলবান (iv) ফিরোজ শাহ তুঘলক 

(4). __ সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?

(i) ইলতুৎমিস (ii) গিয়াসউদ্দিন বলবন (iii) মোহাম্মদ বিন তুঘলক (iv) আলাউদ্দিন খলজি    

(5). ডানকান প্যাসেজ ___ দ্বীপপুঞ্জ কে আলাদা করেছে?

(i) দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান (ii) মিনিকয় দ্বীপপুঞ্জ ও মালদ্বীপ (iii) কাভারাত্তি এবং মিনিকয় দিপপুঞ্জ (iv) কচ্ছ ও পাকিস্তানের সামুদ্রিক সীমান

(6). আয়তন অনুসারে ভারতের স্থান __

(i) প্রথম (ii) সপ্তম (iii) দ্বিতীয় (iv) চতুর্থ

(7). নিম্নে __ বহুরূপের প্রজাতি?

(i) পিপীলিকা (ii) মাকড়সা (iii) গিরগিটি (iv) গরিলা 

(8). নিম্নলিখিত কোন প্রাণীগোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না?

(i) উভচড় (ii) পক্ষী (iii) সরীসৃপ (iv) স্তন্যপায়ী 

(9). সংবিধানের __ অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মুর্ত হয়েছে 

(i) মৌলিক অধিকার (ii) প্রস্তাবনা (iii) নির্দেশক নীতি (iv) মৌলিক কর্তব্য

(10). ভারতীয় সংবিধানের ___ ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন?

(i) 18 নম্বর ধারায় (ii) 22 নম্বর ধারয় (iii) 14 নম্বর ধারায়  (iv) 19 নম্বর ধারায়

Ans: (1) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান, (2) মোহাম্মদ বিন তুঘলক, (3) ফিরোজ শাহ তুঘলক, (4) ইলতুৎমিস, (5) দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান, (6) সপ্তম, (7) পিপীলিকা, (8) উভচড়, (9) নির্দেশক নীতি, (10) 18 নম্বর ধারায় 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button