ICDS Practice Set 42: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 42: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী পরীক্ষার 42 তম Practice Set নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাক্টিস সেট গুলি থেকে আপনারা বিভিন্ন পরীক্ষায় আপনার কমন পাবেন। আর কথা না বাড়িয়ে আজকের নতুন প্র্যাক্টিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?

(i) জি. এইচ.দেশমুখ (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iii) ডব্লিউ সি ব্যানার্জি (iv) এ বেসান্ত    

(2). লাহোর কংগ্রেস (1929) এর অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল?

(i) ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন  (ii) ভারতের জন্য স্বশাসন (iii) ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন (iv) ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা     

(3). কোন ভাইসরয়ের আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল?

(i) ক্যানিং (ii) কার্জন (iii) ডাফরিন (iv) লরেন্স  

(4). নিচের কে নরমপন্থী ছিলেন না?

(i) ফিরোজ শাহ মেহতা (ii) বিপিনচন্দ্র পাল (iii) গোপালকৃষ্ণ গোখলে (iv) সুরেন্দ্রনাথ ব্যানার্জি       

(5). কোন রাজ্যে মৃত্তিকা ক্ষয়ের কারণে আশঙ্কজনক/ উদ্বেগপূর্ণ অবস্থায় রয়েছে?

(i) তামিলনাডু (ii) কেরালা (iii) কর্ণাটক (iv) উড়িষ্যা  

(6). যে মৃত্তিকায় সব থেকে ভালো তুলা চাষ হয়? 

(i) ল্যাটেরাইট মৃত্তিকা (ii) রেগুর (iii) রাঙ্গামাটি  (iv) রেগোলিথ  

(7). 1nm এর সমতুল্য হলো__

(i) 100 A° (ii) 10 A° (iii) 01mn  (iv) 10nm    

(8). হাইড্রলিক ব্রেক (মোটর গাড়ির) __ নীতির উপর কাজ করে?

(i) টরেসেলান সূত্র (ii) বারনৌলির সূত্র (iii) আর্কিমিডিসের সূত্র (iv) পাস্কালের সূত্র  

(9). কৃষিভিত্তিক আবাদ কাকে বলে?

(i) চাষী নিজেই জমির মালিক (ii) বর্গাদার দ্বারা  চাষ (iii) ক্ষেত মজুদ দ্বারা চাষ (iv) উপরের কোনোটিই নয়      

(10). জোতদার যখন নিজেই বর্গাদারকে ঋণদান করে তখম তাকে কি বলা হয়?

(i) আধা- সামন্ততন্ত্র (ii) সামন্ততন্ত্র (iii) পুঁজিবাদী আবাদ (iv) পুঁজিবাদ     

Ans: (1) ডব্লিউ সি ব্যানার্জি (2) ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা (3) ডাফরিন (4) বিপিনচন্দ্র পাল (5) উড়িষ্যা (6) রেগুর (7) 10 A° (8) পাস্কালের সূত্র (9) বর্গাদার দ্বারা  চাষ  (10) আধা- সামন্ততন্ত্র 

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button