SSC GD Constable Practice Set 45: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 45: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

২০২৪ সালের যে কোনো সময়ে SSC GD Constable 2023-2024 পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাই সব সময় সবসময় নিজের প্রস্তুতি আগে থেকে ভালোভাবে কমপ্লিট করে রাখতে হবে। আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমাদের এই স্পেশাল প্র্যাকটিস সেটগুলোতে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।  

(১). চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন কোন সুলতানের রাজত্বকালে?

(i) আলাউদ্দিন খিলজি (ii) ইলতুৎমিস (iii) মোহাম্মদ বিন তুঘলক (iv) গিয়াস উদ্দিন বলবন  

(2). দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন কে?

(i) ইলতুৎমিস (ii) কুতুবউদ্দিন আইবক (iii) আলাউদ্দিন খিলজী (iv) বলবন             

(3). দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

(i) আলাউদ্দিন খিলজি (ii) ইলতুৎমিস (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) মহম্মদ বিন তুঘলক           

(4). তারিখ-ই-ফিরোজশাহীর রচয়িতা কে?

(i) মিরহাজ উজ সিরাজ (ii) আবুল ফজল (iii) আল বিরুনী (iv) জিয়াসউদ্দিন বরনী           

(5). পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীর নাম কি?

(i) গঙ্গা ব্রহ্মপুত্র (ii) তিস্তা জলঢাকা রায়ডাক (iii) দামোদর গঙ্গা (iv) তিস্তা গঙ্গা       

(6). পশ্চিমবঙ্গে __ ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়।

(i) অর্ধ শুষ্ক (ii) ক্রান্তীয় মৌসুমী (iii) শুষ্ক উপক্রান্তীয় (iv) আদ্র             

(7). ফ্লোরিন কি?

(i) কার্বরান্ডামের অপর নাম (ii) কার্বনের একটি বহুরূপ (iii) কার্বনের একটি যৌগ (iv) কৃত্রিমি এমারি 

(8).  লাফিং গ্যাস নামে পরিচিত কোন গ্যাস?

(i) নাইট্রাস অক্সাইড (ii) নাইট্রিক অক্সাইড (iii) নাইট্রোজেন (iv) নাইট্রোজেন পেনটা অক্সাইড     

(9). গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি?

(i) গ্রামীন কৃষি ঋণ সংস্থা (ii) প্রাথমিক কৃষি ঋণ সংস্থা (iii) গ্রামীণ ব্যাংক (iv) কৃষি ঋণ সংস্থা

(10). শিল্পের জন্য __ ব্যাংক ঋণদান করে থাকে? 

(i) IFCI (ii) IDBI (iii) SFC সমূহ (iv) সবগুলি 

Ans: (1) ইলতুৎমিস (2) কুতুবউদ্দিন আইবক (3) ফিরোজ শাহ তুঘলক   (4) জিয়াসউদ্দিন বরনী (5) তিস্তা জলঢাকা রায়ডাক (6) ক্রান্তীয় মৌসুমী (7) কার্বনের একটি বহুরূপ   (8) নাইট্রাস অক্সাইড(9) প্রাথমিক কৃষি ঋণ সংস্থা (10) সবগুলি.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button